5.7 ইঞ্চির সঙ্গে Samsung Galaxy A40 ফোনটি FCC সার্টিফিকেশান সাইটে দেখা গেল

Updated on 11-Mar-2019
HIGHLIGHTS

সম্প্রতি স্মার্টফোনটিকে SM-A405EN/DS মডেল নম্বরের সঙ্গে FCCসার্টিফিকেশান সিটে দেখা গেছে আর এর সঙ্গে আশা করা হচ্ছে যে এই ফোনটি Samsung Galaxy A40 মডেলে 5.7 ইঞ্চির ডিসপ্লে থাকবে

হাইলাইট

  • Samsung Galaxy A40 ফোনটি FCC ওয়েবসাইটে দেখা গেছে
  • এই ডিভাইসের মডেল নম্বর SM-A405FN/DS

 

Sasmung A সিরিজের ফোনের মধ্যে Galaxy A40 নামের আরও একটি ফোন আসবে। আর এই ফোনটি সম্প্রতি FCC ওয়েবসাইটে দেখা গেছে আর এর মডেল নম্বর SM-A405FN/DS মডেল নম্বরের সঙ্গে আছে। FCCলিস্টিং অনুসারে এই ফোনে আপনারা একটি 5.7 ইঞ্চির ডিসপ্লে পাবেন Wi-Fi 802.11 a/b/g/n/ac আর ব্লুটুথ 5.0 LE আছে।

আর এর সঙ্গে এই ফোনটির সঙ্গে Smasung Galacxy A40, Galaxy A9 আর Galaxy A20e কে গত সপ্তাহে UK র ওয়েবসাইটে দেখা গেছে। UK ওয়েবসাইটে মডেল নম্বর SM-A405FN/DS য়ের সঙ্গে দেখা গেছে A40 ডিভাইসকে। আর স্কেহ্নাএ A40 তে এক্সিয়ন্স 7885 থাকবে আর এই ফোনে 4GB র‍্যাম থাকতে পারে। আর এর সঙ্গে এই ফোনটি অ্যান্ড্রয়েড পাইতে আসবে বলে মনে করা হচ্ছে। আর যদি দামের বিষয়টি দেখি তবে এই ফোনটি $280 মানে প্রায় 20,000 টাকা হবে। আর আপনাদের মনে করিয়ে দি যে স্যামসাং গত মাসের শেষে ভারতে তাদের A সিরিজের কিছু ফোন লঞ্চ করেছে।

এই তিনটি ফোনের মধ্যে Galaxy A10 ফোনটি একটি এন্ট্রি লেভেল ফোন আর এতে 6.2 ইঞ্চির HD+ ইনফিনিটি V ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ফোনে 13MP র রেয়ার ক্যামেরা আর 5MP র ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনে একটি 3,400mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।

আর সেখানে আমরা যদি Galaxy A30 ফোনটি দেখি তবে এই ফোনে আপনারা 6.4 ইঞ্চির সুপার AMOLED ইনফিনিটি U ডিসপ্লে পাবেন, আর সঙ্গে আছে একটি 4,000mAh য়ের ব্যাটারি। আর এই ফোনটিতে 15W ফাস্ট চার্জিং সাপোর্ট আছে। আর এই ফোনে ডুয়াল ক্যামেরাতে 16+5MP র ক্যামেরা দেওয়া হয়েছে আর এই ফোনটিতে আপনারা Exynos 7904 চিপসেট অক্টা কোর প্রসেসারের সঙ্গে 4GB র‍্যামের সঙ্গে দেওয়া হয়েছে।

আর সেখানে A50 ফোনে স্যামসাঙ্গে একটি 6.4 ইঞ্চির Full HD+ Super AMOLED Infinity-U ডিসপ্লে দিয়েছে। আর এই ফোনে Exynos 9610 চিপসেট অক্টা কোর প্রসেসার আছে আর এর সঙ্গে ফোনে 6GB র‍্যাম আছে। ফোনটি 15W ফাস্ট চার্জ সাপোর্ট করে আর ফোনের ব্যাটারি 4,000mAh য়ের।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :