Samsung Galaxy A35 এবং Galaxy A55 ফোনের ছবি এবং ডিজাইন লঞ্চের আগে ফাঁস

Samsung Galaxy A35 এবং Galaxy A55 ফোনের ছবি এবং ডিজাইন লঞ্চের আগে ফাঁস
HIGHLIGHTS

Samsung তার মিড-রেঞ্জ Galaxy A সিরিজের আওতায় দুটি নতুন স্মার্টফোন আনতে চলেছে এই বছর

এই দুটি নতুন মডেল হবে Samsung Galaxy A35 এবং Samsung Galaxy A55

X (টুইটার) সাইটে টিপস্টার ইভান ব্লাস গ্যালাক্সি A55 এবং গ্যালাক্সি A35 ফোনের ছবি এবং কালার অপশন পোস্ট করেছে

Samsung তার মিড-রেঞ্জ Galaxy A সিরিজের আওতায় দুটি নতুন স্মার্টফোন আনতে চলেছে এই বছর। কোম্পানির এই দুটি নতুন মডেল Samsung Galaxy A35 এবং Samsung Galaxy A55 হবে। স্যামসাংয়ের এই দুটি ডিভাইস বেশ কিছু ধরেই সার্টিফিকেশন সাইটে দেখা যাচ্ছে।

আপকামিং ফোনগুলি Galaxy A15 এবং Galaxy A25 এর জায়গায় আনা হবে। এখন অনলাইনে এই দুটি ফোনের ছবি লিক হয়েছে। এখানে দুটি ফোনের ডিজাইন উঠে এসেছে।

আরও পড়ুন: Best Airtel Plan: 365 দিন রোজ 2.5 জিবি ডেটা, আনলিমিটেড কল, OTT সাবস্ক্রিপশন! সমস্ত কিছু একটি রিচার্জে

Samsung Galaxy A55 এবং Galaxy A35 এর রেন্ডার ইমেজ

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) সাইটে টিপস্টার ইভান ব্লাস গ্যালাক্সি A55 এবং গ্যালাক্সি A35 ফোনের ছবি এবং কালার অপশন পোস্ট করেছে।

পোস্টে ফোনটি তিনটি কালার অপশনে দেখা যাচ্ছে।

দুটি ফোনেই পঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রায় একই ডিজাইন আপকামিং দুটি ফোনের।

ক্যামেরা ক্ষেত্রে দুটি ফোনেই তিনটি রিয়ার সেন্সর দেখা যাচ্ছে। সাথে একটি LED ফ্ল্যাশ দেওয়া।

Samsung Galaxy A55 ফোনে কী থাকবে স্পেসিফিকেশন

স্যামসাং ফোনে 6.5-ইঞ্চি FHD+ সুপার AMOLED ডিসপ্লে পাওয়া যেতে পারে। এতে 120Hz রিফ্রেশ রেট দেওয়া হবে বলে জানা গিয়েছে। পারফরম্যান্সের জন্য ফোনে Exynos 1480 প্রসেসর দেওয়া যেতে পারে। স্টোরেজ হিসেবে এতে 128 জিবি এবং 256 জিবি পর্যন্ত ইববিল্ট স্টোরেজ দেওয়া যেতে পারে। ফটোগ্রাফির জন্য নতুন ফোনে ট্রিপল রিয়ার সেন্সর দেখা গিয়েছে। এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। সেলফি সেন্সর হিসেবে ফ্রন্টে 32 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া যেতে পারে। পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি A55 ফোনে 5000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং দেওয়া যেতে পারে।

Samsung Galaxy A35 5G & Galaxy A55 5G could soon launch in India
X (টুইটার) সাইটে টিপস্টার ইভান ব্লাস গ্যালাক্সি A55 এবং গ্যালাক্সি A35 ফোনের ছবি এবং কালার অপশন পোস্ট করেছে

Samsung Galaxy A35 ফোনে কী থাকবে স্পেসিফিকেশন

গ্যালাক্সি A35 ফোনে 6.6-ইঞ্চি সুপার AMOLED ডিসপ্লে দেওয়া যেতে পারে। এই ফোনের স্ক্রিনেও 120Hz রিফ্রেশ রেট দেওয়া যেতে পারে। প্রসেসর হিসেবে এতে এক্সিনোস 1380 চিপসেট থাকতে পারে। স্টোরেজ হিসেবে এই ফোনেও 128 জিবি এবং 256 জিবি পর্যন্ত ইনবিল্ট মেমোরি থাকতে পারে। স্যামসাং ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি এবং চার্জিংয়ের জন্য 25W সাপোর্ট দেওয়া যেতে পারে।

আরও পড়ুন: Moto G04: সস্তা দামে ভারতে আসছে মোটোরোলা নতুন ফোন, টিজার রিলিজ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo