Samsung 5G Smartphone: স্যামসাং আনছে নতুন ডিভাইস, Galaxy A35 5G ফোনের এল লেটেস্ট আপডেট

Samsung 5G Smartphone: স্যামসাং আনছে নতুন ডিভাইস, Galaxy A35 5G ফোনের এল লেটেস্ট আপডেট
HIGHLIGHTS

Samsung একটি নতুন Samsung 5G Smartphone আনার প্রস্তুতি নিচ্ছে

স্যামসাং Galaxy A35 5G ফোন গিকবেঞ্চ সাইটে স্পট করা হয়েছে

Samsung Galaxy A35 5G ফোনটি FCC সার্টিফিকেশন ওয়েবসাইটে SM-A356U এবং SM-A356E মডেল নম্বরের সাথে দেখা গেছে

Samsung সম্প্রতি তার ফ্ল্যাগশিপ স্মার্টফোন Samsung Galaxy S24 Series লঞ্চ করেছে। এই সিরিজের পরপরেই কোম্পানি একটি নতুন Samsung 5G Smartphone আনার প্রস্তুতি নিচ্ছে। স্যামসাং এর নতুন ফোন Samsung Galaxy A35 5G নামে লঞ্চ হচ্ছে। এই ফোনটি Galaxy A-সিরিজে আনা হচ্ছে।

গ্যালাক্সি A35 5G ফোন গিকবেঞ্চ সাইটে স্পট করা হয়েছে। এই ফোন সম্পর্কিত লেটেস্ট আপডেট FCC সার্টিফিকেশন ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: OnePlus 12 India Launch: লঞ্চের আগেই দাম এবং সেল তারিখ ফাঁস, জানুন কবে, কোথায় হবে এন্ট্রি

FCC সার্টিফিকেশন ওয়েবসাইট মিলল Samsung Galaxy A35 5G

Samsung Galaxy A35 5G
গ্যালাক্সি A35 5G ফোন গিকবেঞ্চ সাইটে স্পট করা হয়েছে

লেটেস্ট আপডেট অনুযায়ী, এফসিসি সার্টিফিকেশন ওয়েবসাইটে স্পট করা হয়েছে। এই ওয়েবসাইটে লিস্ট হওয়ার সাথেই ফোনের কিছু স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে।

এই তালিকাটি ইঙ্গিত দিচ্ছে যে কোম্পানির এই ডিভাইসটি খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে।

5G কানেক্টিভিটি পাওয়া যাবে আপকামিং ফোনে

স্যামসাং গ্যালাক্সি A35 5G ফোনটি FCC সার্টিফিকেশন ওয়েবসাইটে SM-A356U এবং SM-A356E মডেল নম্বরের সাথে দেখা গিয়েছে।

Samsung Galaxy A34 5G
Samsung Galaxy A34 5G

লিস্টিং থেকে বোঝা যাচ্ছে যে এই ফোন 5G কানেক্টিভিটি সহ আনা হবে। এছাড়া, ফোনটি NFC এবং SD কার্ড স্লট সহ ফোনটি আনা হচ্ছে।

এছাড়া, অনুমান করা হচ্ছে যে স্যামসাংয়ের এই নতুন ফোন 25W চার্জর সাথে আসতে পারে।

গ্যালাক্সি A35 5G এর গিকবেঞ্চ লিস্টিং থেকে জানা গিয়েছে যে ফোনটি অক্টা-কোর চিপসেট Exynos 1380 সহ আসবে। এছাড়া এতে 6GB RAM এবং Android 12 হবে।

আরও পড়ুন: BSNL Prepaid Plan: সস্তা রিচার্জে 2 মাসের ভ্যালিডিটি, সঙ্গে 10GB ডেটা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo