Samsung-এর তরফে তাদের আগামী ফোনের নাম প্রকাশ্যে আনা হল। জানা গিয়েছে এই ফোনের নাম Samsung Galaxy A34 5G। GeekBench লিস্টিংয়ে এই ফোনটিকে দেখা গিয়েছে। এই ফোনটির লুক কেমন হতে চলেছে তার 360 ডিগ্রি ভিউ মিলেছে। একই সঙ্গে জানা গিয়েছে এই ফোনটি 4টি রঙে উপলব্ধ হবে। সম্প্রতি এই ফোনটিকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ওয়েবসাইটেও দেখা গিয়েছে। ফলে বোঝা যাচ্ছে যে শীঘ্রই ফোনটি দেশে লঞ্চ করতে চলেছে। আগামী 18 জানুয়ারি Samsung- এর একাধিক A সিরিজ ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। আসুন দেখে নেওয়া যাক এই ফোনের এক ঝলক।
Samsung Galaxy A34 5G ফোনটি 4টি রঙে উপলব্ধ হবে বলে জানা গিয়েছে। এই চারটি রঙ হল গ্রাফাইট, ভায়োলেট, লাইম এবং সিলভার। এই ফোনটির দাম 24,000-25,000 টাকার মধ্যে থাকবে বলে অনুমান করা হচ্ছে।
জানা গিয়েছে এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকতে চলেছে। এবং এই ক্যামেরাগুলো লম্বালম্বি ভাবে একে অন্যের নিচে থাকবে। প্রাইমারি ক্যামেরায় থাকবে 48 মেগাপিক্সেলের একটি সেন্সর। 5 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা থাকবে। ক্যামেরার পাশে, অর্থাৎ ফোনের রিয়ার প্যানেলের ডানদিকে থাকবে LED ফ্ল্যাশ লাইট। Samsung -এর লোগো দেখা যাবে এই ফোনের রিয়ার প্যানেলের নিচের দিকে।
অন্যদিকে ফোনটির সামনে থাকবে একটি ওয়াটার ড্রপ নচ। আর সেখানে থাকবে এই ফোনের ফ্রন্ট ক্যামেরা। ফোনের ডানদিকে থাকবে। ফ্রন্ট ক্যামেরায় সেলফি তোলা এবং ভিডিও কলের জন্য থাকবে 13 মেগাপিক্সেলের একটি সেন্সর। ভলিউম কমানো বাড়ানোর জন্য বোতামটি থাকবে ফোনের সাইডে। তবে অন্যান্য স্যামসাং ফোনে পাওয়ার বোতামটা যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের কাজ করে এই ফোনের ক্ষেত্রে তেমনটা হবে না বলেই মনে করা হচ্ছে। উল্টে এই ফোনে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলেই অনুমান করা হচ্ছে। একবার বাজারে লঞ্চ করে গেলে এই ফোনটি Realme 10 -কে কড়া টক্কর দেবে বলে মনে করা হচ্ছে।
কানেকটিভিটির জন্য এই ফোনে থাকবে 5G। অ্যান্ড্রয়েড 13 -এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন। থাকবে 90 Hz রিফ্রেশ রেট সহ 6.5 ইঞ্চির একটি সুপার AMOLED ডিসপ্লে। 1080X2400 পিক্সেলের রেজোলিউশন থাকবে এই ফোনে। সুরক্ষার জন্য থাকবে কর্নিং গোরিলা গ্লাস 5। 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ মিলবে এই ফোনে। থাকবে 33W ফাস্ট চার্জিং- এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি। জানা গিয়েছে এই ফোনে Octa Core প্রসেসর থাকবে।