SAMSUNG GALAXY A30 ফোনটি জুলাই অ্যান্ড্রয়েড সিকিউরিটি পেয়েছে

SAMSUNG GALAXY A30 ফোনটি জুলাই অ্যান্ড্রয়েড সিকিউরিটি পেয়েছে
HIGHLIGHTS

আপডেট সাইজ 198.25MB

পার্ফর্মেন্স ভাল হবে

এর আগেই স্লো মোশান মোড পেয়েছে

Samsung Galaxy A30 ফোনটির জন্য কিছু দিন আগে স্লো মোশান মোড এসেছে আর এবার আরও একবার ভারতের ইউজার্সদের জন্য আপডেট দেওয়া হচ্ছে। আর এই আপডেটে নতুন ফিচার,বাগ ফিক্স আর স্টেবিলিটি ইম্প্রুভমেন্ট আছে।

নতুন আপডেটের ভার্সান নাম্বার A305FDDU2ASF3/ A305FODM2ASF3/A305FXXU2ASF3 আর এর সাইজ 198.25MB । আর এই আপডেট জুলাই 2019 য়ের অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেটও আছে। নতুন এই আপডেটে চার্জার/ USB পোর্ট মাইজেসচার ডিটেকশান অ্যাল্গোরিদাম, ফাঙ্কশান স্টেবিলিটি আর সিকিউরিটি ভাল করা হবে।

নতুন সফটোয়্যার ভার্সানে স্যামসাংয়ের স্মার্টফোন সম্পূর্ণ ভাবে পার্ফর্মেন্স বাড়ানোর কাজ রকবে। আর লেটেস্ট আপডেট চেক করার জন্য ইউজার্সদের সেটিংসে গিয়ে সফটোয়্যার আপডেটে যেতে হবে আর সেখানে গিয়ে ডাউনলোড আর ইন্সটল করতে হবে।

স্যামসাংয়ের এই ফোনে আপনারা 6.4 ইঞ্চির ফুল HD+ ইনফিনিটি U সুপার AMOLED ডিসপ্লে পাবেন। আর এই ফোনে এর সঙ্গে অক্টা কোর এক্সিয়ন্স 7870 প্রসেসার আছে। আর এই ফোনে এর সগে আপনারা 3GB র‍্যাম আর 32GB ইনবিল্ড স্টোরেজ পাবেন। আর এই ফোনে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টও পাবেন। এর স্টোরেজ মাইক্রো এসডি কার্ড দিয়ে 512GB পর্যন্ত এক্সপেন্ড করা যায়।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo