Samsung Galaxy A3 (2016), অ্যান্ড্রয়েড নৌগাটের আপডেট পাচ্ছে

Samsung Galaxy A3 (2016), অ্যান্ড্রয়েড নৌগাটের আপডেট পাচ্ছে
HIGHLIGHTS

এটি 1.5GHz কোয়াড-কোর প্রসেসার আর 1.5GB র‍্যামের সঙ্গে দেখা গেছে

Samsung Galaxy A3 (2016) এর জন্য কোম্পানি অ্যান্ড্রয়েড নোউগাটের আপডেট শুরু করে দিয়েছে। এই নতুন আপডেটের সাইজ 950MB। এই নতুন আপডেটের মাধ্যমে এই ফোনটি অ্যান্ড্রয়েড নোউগাট 7.0 পেয়েছে।

আপাতত এই নতুন আপডেটটি শুধু হাঙ্গেরিতে অবস্থিত এই ফোনের ইউনিটটি পাবে। আসা করা হচ্ছে যে খুব তাড়াতাড়ি অন্য দেশে থাকা এই ফোনের বাকি ইউনিটও এই আপডেট পাবে।

Samsung Galaxy A3 2016 র ফিচার্স গুলি একবার দেখে নেওয়া যাক। এতে 4.7-ইঞ্চির HD সুপার AMOLED ডিসপ্লে আছে। এটি 1.5GHz কোয়াড-কোর প্রসেসার যুক্ত এর র‍্যাম 1.5GB’র। এর ইন্টারনাল স্টোরেজ 16GB’র যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো স্মভব।

এছাড়া এই ফোনটিতে 2300mAh এর ব্যাটারি আছে। এটি 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ 4.1, মাইক্রো USB 2.0 পোর্টের মতন ফিচার্স আছে। এই ফোনটিতে 13 মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আর 5 মেগাপিক্সালের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে।

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo