Upcoming Samsung Galaxy A25 5G: 8GB RAM এবং 50MP Camera সহ ভারতে আসছে স্যামসাং ফোন
আপকামিং স্মার্টফোনটি Samsung Galaxy A25 5G নামে আসতে পারে
ভারতে লঞ্চের আগেই আপকামিং ডিভাইসটি কোম্পানির সাপোর্ট পেজে লাইভ করে দেওয়া হয়েছে
স্যামসাং গ্যালাক্সি A25 5G ফোনটি ইন্ডিয়া সাপোর্ট পেজে SM-A256E/DSN মডেল নম্বর এর সাথে দেখা গিয়েছে
Samsung কোম্পানি শীঘ্রই বাজারে একটি নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন আনতে চলেছে। আপকামিং স্মার্টফোনটি Samsung Galaxy A25 5G নামে আসতে পারে। ফোনটি সম্প্রতি গ্লোবাল মার্কেটে এন্ট্রি করেছে। তবে ভারতে লঞ্চের আগেই আপকামিং ডিভাইসটি কোম্পানির সাপোর্ট পেজে লাইভ করে দেওয়া হয়েছে।
মনে করিয়ে দি যে সম্প্রতি স্যামসাং ফোনটি BIS ওয়েবসাইটে স্পট করা হয়েছিল। Samsung Galaxy A25 5G ফোনের ইন্ডিয়া সাপোর্ট পেজে লাইভ হওয়ার পরে অনুমান করা হচ্ছে যে এই ফোনটি শীঘ্রই ভারতীয় বাজারে আসতে চলেছে।
কী থাকবে আপকামিং Samsung ফোনে
স্যামসাং গ্যালাক্সি A25 5G ফোনটি ইন্ডিয়া সাপোর্ট পেজে SM-A256E/DSN মডেল নম্বর এর সাথে দেখা গিয়েছে। এই মডেল নম্বরের সাথে এই ফোনটি বিআইএস ওয়েবসাইটে স্পট করা হয়েছিল।
তবে রিপোর্ট অনুযায়ী, Samsung এর আপকামিং ডিভাইস গ্লোবাল মডেল থেকে কিছু আলাদা হতে চলেছে। কারণ ফোনটি FCC (ফেডারেল কমিউনিকেশন কমিশন) ওয়েবসাইটে একটি ভিন্ন মডেল নম্বর সহ দেখা গেছে।
আরও পড়ুন: Cheapest Plan: Airtel 100 টাকা কম দামে রিচার্জে দিচ্ছে Unlimited 5G Data, জানুন ডিটেল
Samsung Galaxy A25 5G স্পেসিফিকেশন থাকতে পারে
Galaxy A25 5G ফোনে 6.5-ইঞ্চি FHD+ ডিসপ্লে দেওয়া যেতে পারে।
এছাড়া ফোনটি Exynos 1280 চিপসেটে কাজ করবে বলে আশা করা হচ্ছে।
ফোনটি 6GB RAM সহ 128GB স্টোরেজ এবং 8GB RAM সহ 256GB স্টোরেজ মডেলে আসতে পারে।
ফটোগ্রাফির জন্য আপকামিং স্যামসাং ফোনে 50MP মেইন সেন্সর, 8MP আল্ট্রাওয়াইড এবং 2MP ম্যাক্রো লেন্স সহ দেওয়া যেতে পারে। ফোনে সেলফি তোলার জন্য থাকতে পারে 13MP ফ্রন্ট সেন্সর।
ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। এছাড়া ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট ফিচারও থাকবে।
আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ লঞ্চ হবে নতুন Vivo Phone! জানুন আর কী থাকবে ফিচার
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile