Samsung -এর তরফে তাদের নতুন 5G ফোন, Samsung Galaxy A23 5G জানুয়ারি মাসেই লঞ্চ করা হয়। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল 28,999 টাকা। কিন্তু একি! মাস ঘুরতে না ঘুরতেই ব্যাপক দাম কমল এই ফোনের। Amazon -এ এখন এই ফোন বিশাল সস্তা। প্রায় 30,000 ছুঁই ছুঁই ফোনটি এখন স্রেফ 5,000 টাকাতেও নয়, তারও কমে কেনা যাচ্ছে। এখানে আছে 120 Hz রিফ্রেশ রেট সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। কী করে এই ফোন এত সস্তা হচ্ছে, কী করে এই অফার পাবেন দেখুন।
এই ফোনের 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত যে মডেল আছে সেটার দাম লঞ্চের সময় ছিল 28,999 টাকা। এখন Amazon -এর তরফে এই ফোনের উপর 21% ছাড় দেওয়া হচ্ছে। অর্থাৎ গ্রাহকরা এটি এখন 22,999 টাকায় কিনতে পারবেন। না চমক এখানেই শেষ নয়। এখানে এবার আপনি চাইলে ব্যাংক অফার থেকে এক্সচেঞ্জ অফার সবই জুড়ে নিতে পারবেন। এই ফোনের এক্সচেঞ্জ অফারে মিলছে 20,150 টাকার ছাড়। তবে সেটা আপনার ফোনের মান কেমন, কী অবস্থায় সেটার উপর নির্ভর করে দাম পাবেন। ফলে এই এক্সচেঞ্জ অফার ধরলে ফোনের দাম 22,999 টাকা থেকে কমে হচ্ছে 2,849 টাকা। এছাড়া আছে ব্যাংক অফার।
1. যাঁরা IDBI ব্যাংকের কার্ড ব্যবহার করে কেনাকাটা করবেন তাঁরা পাবেন 500 টাকার ছাড়।
2. Yes ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে মিলবে 1,500 টাকার ছাড়।
3. HSBC -এর ক্যাশব্যাক ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ফোন কিনলে মিলবে 250 টাকার ছাড়।
1. এখানে 6.6 ইঞ্চির একটি Full HD+ ইনফিনিটি V ডিসপ্লে আছে। এখানে মিলবে 120 Hz রিফ্রেশ রেট।
2. এছাড়া আছে একটি 25W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি।
3. কোয়াড ক্যামেরা আছে রিয়ার প্যানেলে। সেখানে প্রাইমারি ক্যামেরায় আছে 50 মেগাপিক্সেলের সেন্সর। অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে এখানে। ফলে আপনি যতই নড়াচড়া করুন ছবি বা ভিডিও ব্লার হবে না বা খারাপ ছবি আসবে না। উন্নতমানের উজ্জ্বল ছবি তোলা যাবে এই ফোন দিয়ে।
4. Qualcomm Snapdragon 695 প্রসেসর সহ 16 GB RAM আছে এখানে।