Samsung- এর তরফে জানানো হয়েছে যে তাদের আগামী ফোন Samsung Galaxy A23 5G শীঘ্রই দেশে লঞ্চ করবে। আগামী Galaxy Event- এর দিনই ফোনটি ভারতে লঞ্চ করবে বলে জানা গিয়েছে। আর এই অনুষ্ঠানটি 18 জানুয়ারি হবে। তবে Samsung -এর তরফে আর অন্য ফোনগুলোর নাম জানানো হয়নি যেগুলোর বিষয়ে এই ইভেন্টে ঘোষণা করা হবে। কিন্তু জানা গিয়েছে একগুচ্ছ নতুন Samsung Galaxy A সিরিজ ফোন ভারতে আসতে চলেছে। তবে লঞ্চের আগেই ইতিমধ্যে Samsung Galaxy A23 5G ফোনটির দাম অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। দেখে নিন এই ফোনে কী ফিচার থাকবে।
Phone Ev -এর তরফে জানানো হয়েছে ভারতে এই ফোনের দাম শুরু হবে 23,999 টাকা থেকে। এই টাকায় 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। এছাড়া এই ফোনের আরও একটি মডেল থাকবে, যেখানে থাকবে 8 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ। সেই ভ্যারিয়েন্টটির দাম হবে 25,999 টাকা। তবে এই ফোনে যে ফিচারগুলো থাকবে সেটা দেখে ফোনটির দাম অনেকটাই বেশি মনে হচ্ছে তুলনামূলক ভাবে। Samsung Galaxy -এর আগে তাদের A সিরিজ ফোনগুলোর দাম 20,000 এর কমেই রেখেছিল। কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই নতুন মডেলের ফোনটির দাম কোম্পানি এক লাফে প্রায় 5,000 টাকা বাড়িয়ে দিয়েছে।
জানা গিয়েছে এই ফোনে 6.6 ইঞ্চির একটি ইনফিনিটি V ডিসপ্লে থাকবে যেখানে মিলবে Full HD+ রেজোলিউশন। এই ফোনে একটি Octa Core প্রসেসর থাকবে বলে জানা গিয়েছে। তবে এই ফোনের স্টোরেজ বাড়ানো যাবে কিনা, স্টিরিও স্পিকার থাকবে কিনা জানা যায়নি। তবে এখানে হয় ইন ডিসপ্লে বা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে।
ক্যামেরার কথা বলতে হলে এই ফোনে চারটি রিয়ার ক্যামেরা থাকবে। প্রাইমারি ক্যামেরায় থাকবে 50 মেগাপিক্সেলের একটি সেন্সর। সঙ্গে থাকবে 5, 2 এবং 2 মেগাপিক্সেলের আরও তিনটি ক্যামেরা। আর সেলফি তোলা বা ভিডিও কলের জন্য থাকবে একটি 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। লিস্টিং থেকে জানা গিয়েছে এই ফোনের একটি 5000mAh ব্যাটারি থাকবে যেমনটা আজকাল সমস্ত ফোনেই থাকে। তবে এই ব্যাটারিতে কোনও ফাস্ট চার্জার, ইত্যাদি থাকবে কিনা জানা যায়নি।