SAMSUNG GALAXY A20S ট্রিপেল ক্যামেরার সঙ্গে লঞ্চ হল

SAMSUNG GALAXY A20S ট্রিপেল ক্যামেরার সঙ্গে লঞ্চ হল
HIGHLIGHTS

ফোনে আছে ট্রিপেল ক্যামেরা

স্যামসাং গ্যালাক্সি A সিরিজের ফোন এর আগেই লঞ্চ হয়েছে বেশ কয়েকটি মডেলে। আর এবার দক্ষিণ কোরিয়ার কোম্পানি এর মধ্যেই Galaxy M30s আর Galaxy A50s লঞ্চ করেছিল। আর এবার কোম্পানি তাদের Samsung Galaxy A20s ফোনটি থাইল্যান্ডে লঞ্চ করেছে।

এই ফোনে আছে 6.4 ইঞ্চির HD+ ইনফিনিটি V ডিসপ্লে আর এই ফোনের রেজিলিউশান 1560×720 পিক্সাল, ফোনে আপনারা গ্যালাক্সি A20 ফোনের মতন সুপার AMOLED ডিসপ্লে পাবেন। কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 450 যুক্ত এই ফোনটি অক্টা কোর প্রসেসারের সঙ্গে এসেছে যা অ্যাড্রিনো 506 GPU র সঙ্গে এসেছে।

গ্যালাক্সি A20s ফোনটিতে আপনারা 3GB র‍্যামের সঙ্গে 32GB ইন্টারনাল স্টোরেজ পাবেন আর এই ফোনে আছে 4GB র‍্যাম আর 64GB র স্টোরেজ। ফোনে আপনারা ক্যামেরাতে আপগ্রেটেড ক্যামেরা পাবেন।

ফোনটিতে 13MP র প্রাইমারি ক্যামেরার সঙ্গে আছে LED ফ্ল্যাশ আর এই ফোনের এর সঙ্গে 8MP র একটি ক্যামেরা আর একটি 5MP র ক্যামেরা দেওয়া হেয়ছে। আর এই ফোনে আছে 8MP র ফ্রন্ট ক্যামেরা।

ফোনটিতে আপনারা কানেক্টিভিটিতে 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n,ব্লুটুথ 4.2, GPS + GLONASS, আর USB টাইপ C পোর্ট পাবেন। আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড 9 পাই পাবেন ফোনটিতে 4000mAh য়ের ব্যাটারি আছে। ফোনটি 15W ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত।

স্যামসাং গ্যালাক্সি A20s ফোনে আপনারা চারটি রঙে কিনতে আপ্রবেন। আর এই ফোনের 4GB র‍্যামের দাম 6,490 Thai Baht (প্রায় $212) তে লঞ্চ করা হয়েছে। আর এই ফোনটি অন্য দেশে লঞ্চ করা হবে কিনা সেই বিষয়ে এখনই কিছু স্পষ্ট ভাবে জানা জায়নি।

Digit.in
Logo
Digit.in
Logo