SAMSUNG GALAXY A20S লঞ্চ হল ট্রিপেল ক্যামেরা সেটআপে

Updated on 09-Oct-2019
HIGHLIGHTS

অনলাইন আর অফলাইনে পাওয়া যাবে

এই ফোনটি দুটি ভেরিয়েন্টে এসেছে

প্রাথমিক দাম 11,999 টাকা

স্যামসাং ভারতে তাদের নতুন স্মার্টফোন Galaxy A20s লঞ্চ করেছে আর এই ফোনটি আসলে Galaxy A20 র পরের জেনারেশানের ফোন। আর এই ফোনে আপনারা 6.4 ইঞ্চির ডিসপ্লে ট্রিপেল ক্যামেরা আর 4000mAh য়ের ব্যাটারি পাবেন।

Samsung Galaxy A20S য়ের স্পেসিফিকেশান

স্মার্টফোনটিতে 6.4 ইঞ্চির TFT ডিসপ্লে আছে আর এর রেজিলিউশান 1560 x 720পিক্সাল। আর এই ফোনে আপনারা ইনফিনিটি V ডিসপ্লে পাবেন। আর এই ফোনে আছে একটি 8MP র ফ্রন্ট ক্যামেরা।

স্যামসাংয়ের এই ফোনে আপনারা গ্লসি ফিনিস পাবেন আর এই ফোনের ব্যাকে চাহে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর স্যামসাং ব্র্যান্ডিংয়ের সঙ্গে ট্রিপেল ক্যামেরা। এই ক্যামেরা 13MP+8MP+5MP র ক্যামেরা অফার করে।

স্মার্টফোনটিতে স্ন্যাপড্র্যাগন 450 SoC আছে আর এর সঙ্গে এই ফোনে অক্টা কোর প্রসেসার দেওয়া হয়েছে আর এটি অ্যাড্রিনো 506 GPU যুক্ত। আর এই ফোনটিতে আপনারা পাবেন 4000mAh য়ের ব্যাটারি যা 15W ফাস্ট চার্জ দেয়। আর এই ফোনে আপনারা অ্যান্ড্রয়েড ওয়ানের UOI পাবেন। আর এর সঙ্গে এতে আছে 3GB/32GB আর 4GB/64Gb ভেরিয়েন্ট। ফোনের স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এক্সপেন্ড করলে 512GB পর্যন্ত এক্সেপেন্ড করা যায়।

এই গ্যালাক্সি ফোনটির ডিজাইন যদি দেখি তবে এই ফোনের ব্যাকে পলিকার্বনেট ব্যাক আর গ্লাস ফ্রন্ট আছে। ফোনে আপনারা কানেক্টিভিটিতে পাবেন 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n,ব্ল্যুটুথ 4.2, GPS, USBটাইপ C আর 3.5 mm হেডফোন জ্যাক।

Samsung Galaxy A20s ফোনের ভারতে দাম

এই গ্যালাক্সি ফোনটি ভারতে 3GB/32GB ভেরিয়েনাতে 11,999 টাকায় লঞ্চ করা হয়েছে আর সেখানে 4GB র‍্যাম আর 64GB ভেরিয়েন্টের দাম 13,999 টাকা রাখা হয়েছে। আর এই ডিভাইসটি অনলাইন আর অফলাইন সব জায়গায় কেনা যাবে।

ভায়া

Connect On :