Samsung লঞ্চ করল একসাথে 3 দুর্দান্ত স্মার্টফোন, আইল্যান্ড ফিচার সহ রয়েছে চোখ ধাঁধানো স্পেক্স, জানুন দাম

Updated on 12-Dec-2023
HIGHLIGHTS

Samsung তার A-Series এর আওতায় তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে

Galaxy A25 ফোনের 5G ভার্সনে আনা হয়েছে এবং Galaxy A15 ফোনটি 4G এবং 5G কানেক্টিভিটি সাথে আনা হয়েছে

তিনটি ফোনেই স্যামসাংয়ের আইল্যান্ড ফিচার দেওয়া হয়েছে

Samsung তার A-Series এর আওতায় তিনটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। এতে Galaxy A15 এবং Galaxy A25 ফোন আনা হয়েছে। এছাড়া Galaxy A25 ফোনের 5G ভার্সনে আনা হয়েছে এবং Galaxy A15 ফোনটি 4G এবং 5G কানেক্টিভিটি সাথে আনা হয়েছে। তিনটি ফোনেই স্যামসাংয়ের আইল্যান্ড ফিচার দেওয়া হয়েছে।

Samsung Galaxy A15 4G, Galaxy A15 5G, Galaxy A25 5G দাম

দামের কথা বললে, গ্যালাক্সি A15 4G-এর বেস মডেলের দাম VND 4,990,000 (প্রায় 17,140 টাকা) রাখা হয়েছে। গ্যালাক্সি A15 5G-এর বেস মডেলটির দাম VND 6,290,000 (প্রায় 21,605 টাকা) রাখা হয়েছে।

আরও পড়ুন: Upcoming Smartphones this week: এই সপ্তাহে ভারতে লঞ্চ হতে চলেছে দুর্দান্ত স্মার্টফোন, দেখে নিন লিস্ট

গ্যালাক্সি A25 5G-এর বেস মডেলের দাম VND 6,590,000 (প্রায় 22,636 টাকা) রাখা হয়েছে। এই স্মাার্টফোনটি পারসোনালিটি ইয়েলো, ফ্যান্টাসি ব্লু, অপটিমিস্টিক ব্লু এবং ব্ল্যাক কালার অপশনে পাওয়া যাবে।

Samsung Galaxy A15 4g

Samsung Galaxy A15 4G, Galaxy A15 5G, Galaxy A25 5G ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে

গ্যালাক্সি A15 4G এবং 5G ফোনের কথা বললে, এই দুটি ফোনেই প্রায় একই ফিচার দেওয়া হয়েছে। তবে প্রসেসরের পার্থক্য। ফোনের স্ক্রিনে 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেড ইনফিনিটি ইউ নচ ডিসপ্লে পাওয়া যাবে।

A15 4G ফোনে প্রসেসর হিসেবে MediaTek-এর Helio G99 প্রসেসর রয়েছে। A15 5G ফোনে মিডিয়াটেক এর Dimensity 6100 Plus প্রসেসর পাওয়া যাবে। দুটি ফোনেই 8GB RAM এবং 256GB স্টোরেজ দেওয়া।

আরও পড়ুন: Google এর বড় পদক্ষেপ! প্লে স্টোর থেকে সরিয়ে দিল 17 Android Apps, আপনার ফোনে কী রয়েছে?

ফটোগ্রাফির জন্য ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেন্সর রয়েছে, যার প্রাইমারি সেন্সর 50 মেগাপিক্সেল দেওয়া। ফোনে সেলফি ক্যামেরা 13 মেগাপিক্সেলের পাওয়া যাবে।

Samsung Galaxy A15 & Galaxy A25 5G

দুটি ফোনেই 5000mAh ব্যাটারি রয়েছে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এবার কথা Galaxy A25 5G ফোনের, এতে একটি 6.5 ইঞ্চি S AMOLED Infinity U নচ ডিসপ্লে রয়েছে। এই ফোনে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সাথে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর রয়েছে। ফোনের ফ্রন্টে 13 মেগাপিক্সেলের সেন্সর থাকবে।

ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি রয়েছে, যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ফোনটি Android 14-এও চলে।

আরও পড়ুন: Redmi 13C India Sale: ওপ্পো, ভিভো কে টেক্কা দেবে রেডমির সবচেয়ে সস্তা ফোন! ফোনের আজ প্রথম বিক্রি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :