লঞ্চের আগেই Samsung Galaxy A14 5G ফোনের দাম লিক, জানুন কী রয়েছে ফিচার

Updated on 27-Mar-2023
HIGHLIGHTS

Samsung Galaxy A14 5G ভারতে 18 জানুয়ারি লঞ্চ হতে পারে

Galaxy A14 5G-এর ভারতীয় ভার্সনের Exynos 1330 বা Dimensity 700 প্রসেসর পাওয়া যাবে

Samsung Galaxy A14 5G-এর দাম 22,999 টাকা হতে পারে

Samsung এর আপকামিং ফোন Samsung Galaxy A14 5G এর দাম লিক হয়ে গিয়েছে। Samsung Galaxy A14 5G শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে। Galaxy A14 5G সম্প্রতি ইউরোপ এবং আমেরিকার বাজারে লঞ্চ করা হয়েছে। এখন Samsung Galaxy A14 5G এর ভারতীয় ভার্সন অনলাইনে প্রকাশিত হয়েছে। Samsung Galaxy A14 5G-এর ভারতীয় ভার্সনের Exynos 1330 বা Dimensity 700 প্রসেসর পাওয়া যাবে। Samsung Galaxy A14 5G ভারতে 18 জানুয়ারি লঞ্চ হতে পারে।

Samsung Galaxy A14 5G এর অনুমানিত দাম

91Mobiles-এর রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy A14 5G-এর দাম 22,999 টাকা হতে পারে, যদিও আসল দামের মধ্যে 2,000-3,000 টাকার পার্থক্য থাকতে পারে। তবে, Samsung Galaxy A14 5G-এর দাম 20,000 টাকা থেকে শুরু হতে পারে। Samsung Galaxy A14 5G ব্ল্যাক, ডার্ক রেড, গ্রিন লাইট এবং সিলভার কালারে আনতে পারে।

Samsung Galaxy A14 5G এর অনুমানিত স্পেসিফিকেশন

কিছু দিন আগে প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, Galaxy A14 ফোনে 6.6-ইঞ্চি ফুল HD+ IPS LCD ডিসপ্লে থাকবে, যার রিফ্রেশ রেট 90Hz হবে। ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 700 প্রসেসর সহ 4 বা 6 জিবি র‍্যামের সাথে 64 বা 128 জিবি স্টোরেজ পাবে। Android 13 ভিত্তিক OneUI 5.0 ফোনে পাওয়া যাবে।

Samsung Galaxy A14 5G তিনটি রিয়ার ক্যামেরা সহ দেওয়া যেতে পারে যার মধ্যে প্রাইমারি লেন্স হবে 50 মেগাপিক্সেল। দ্বিতীয় লেন্সটি হবে 2-মেগাপিক্সেল ম্যাক্রো এবং তৃতীয় লেন্সটি 2-মেগাপিক্সেল ডেপথ সেন্সর হবে। সেলফির জন্য ফোনে একটি 13-মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

Samsung এর এই ফোনটি 5000mAh ব্যাটারি থাকবে, যার সাথে 15W ফাস্ট চার্জিং পাওয়া যাবে। ফোনের মোট ওজন হবে 202 গ্রাম। কানেক্টিভিটির জন্য, 5G, 4G, ডুয়াল ব্যান্ড Wi-Fi, ব্লুটুথ, GPS এবং USB Type-C পোর্ট পাওয়া যাবে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :