আপনি কম খরচে 4G স্মার্টফোন থেকে 5G Smartphone এ আপগ্রেড হতে চান, তবে সস্তা Samsung Galaxy A14 5G একটি ভাল বিকল্প হতে পারে। আসলে কোম্পানি তার স্যামসাং গ্যালাক্সি এ14 5জি ফোনে 8000 টাকার ছাড় অফার করছে। বলে দি যে স্যামসাং গ্যালাক্সি এ14 5জি ফোনটি গত বছর ভারতে লঞ্চ করা হয়েছে। এছাড়া ফোনে ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ ডিসকাউন্টও পাওয়া যাবে। আসুন জেনে নেওয়া যাক স্যামসাং গ্যালাক্সি এ14 5জি কত টাকা ছাড়ে কেনা যাবে।
স্যামসাং গ্যালাক্সি এ14 5জি ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলটি 8000 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে। ছাড়ের সাথে ফোনটি Flipkart সাইটে 10,999 টাকায় লিস্ট করা। তবে বলে দি যে গ্যালাক্সি এ14 5জি ফোনটি 18,999 টাকা লঞ্চ হয়ছিল।
এর পাশাপাশি, ফোনের 4GB RAM+128GB অপশনটি মাত্র 9999 টাকায় কেনা যাবে।
এছাড়া গ্যালাক্সি এ14 5জি ফোনের 4GB RAM+64GB মডেলটি 8,999 টাকায় বিক্রি হচ্ছে। ফোনে 7500 টাকার ছাড় পাওয়া যাবে।
শুধু তাই নয়, স্যামসাং গ্যালাক্সি এ14 5জি ফোনটি এক্সচেঞ্জে আরও কম দামে কেনা যাবে। কোম্পানি পুরনো ফোনে এতে 6100 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে। তবে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থার উপর নির্ভর করবে।
ডিসপ্লের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এ14 5জি ফোনটি 6.6-ইঞ্চি HD+ IPS LCD স্ক্রিন দেওয়া। এটি 90Hz রিফ্রেশ রেট, 1080×2408 পিক্সেল রেজোলিউশন সহ আসে। প্রসেসর হিসেবে গ্যালাক্সি এ14 5জি ফোনটি Exynos 1330 চিপসেটে কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। এটি 50MP প্রাইমারি ক্যামেরা, 2MP ডেপথ ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা সাপোর্ট করে। সেলফি তোলার জন্য এতে রয়েছে 13MP ক্যামেরা সেন্সর। পাওয়ার দিতে গ্যালাক্সি এ14 5জি ফোনটি 5000mAh ব্যাটারি সহ 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
আরও পড়ুন: BSNL কমিয়ে দিল 600GB ডেটা সহ প্ল্যানের দাম, 365 দিনের ভ্যালিডিটি সহ মিলবে একগুচ্ছ সুবিধা