SAMSUNG GALAXY A10S ফোনটি ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে FCCতে দেখা গেছে

SAMSUNG GALAXY A10S ফোনটি ডুয়াল ক্যামেরা আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে FCCতে দেখা গেছে
HIGHLIGHTS

Galaxy A10s FCC সার্টিফিকেশান পেয়েছে

ফোনে 3600mAh য়ের ব্যাটারি আছে

এই নতুন স্যামসাং ডিভাইসে SM-A10F মডেল নম্বরের সঙ্গে FCC সার্টিফিকেশান পেয়েছে। আর মনে করা হচ্ছে যে এই স্মার্টফোনটি গ্যালাক্সি A10S হবে। লিস্টিং থেকে স্মার্টফোনের স্পেসিফিকেশান জানা গেছে আর এই ডিভাইসে 3900mAh য়ের ব্যাটারি আছে। আর এই ডিভাইসটির ব্যাকে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে আর এর সঙ্গে এতে একটি ফ্ল্যাশ দেওয়া হবে। আর এই স্মার্টফোনটির ব্যাকে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেওয়া হবে।

স্মার্টফোনে একটি হেড ফোন জ্যাক আর একটি USB পোর্ট দেওয়া হবে। স্মার্টফোনটি 157 mm লম্বা আর 75.8mm চওড়া আর ডায়গানালি 174.3mm য়ের।

আমরা যদি A10 ডিভাইসটি দেখি তবে এই ডিভাইসে Galaxy A10 ফোনটি 2019 সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ করা হয়েছিল। এই ফোনের দাম 7990 টাকা আর এই ফোনটিতে একটি 6.2 ইঞ্চির HD+ ইনফিনিটি V ডিসপ্লে আছে আর এই ডিসপ্লের ওপরে ছোট V শেপড নচ আছে। আর ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে আপনারা রেয়ারে 13 আর 5 মেগাপিক্সালের আর ফ্রন্টে একটি 5 মেগাপিক্সালের ক্যামেরা পাবেন। আর এই ফোনে এক্সিয়ন্স 7884 চিপসেট দেওয়া হয়েছে। আর এই ফোনে 3,400mAh য়ের ব্যাটারি আছে আর ফোনটি 2GB র‍্যাম আর 32GB স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo