ভারতে Samsung Galaxy A10 ফোনটির বিক্রি শুরু হয়েছে, এর দাম 8,490 টাকা

Updated on 19-Mar-2019
HIGHLIGHTS

Samsung Galaxy A10 ফোনটিকে কোম্পানি Galaxy A30 আর Galaxy A50 র সঙ্গে লঞ্চ করেছিল আর আক্কে এই ফোনটি ভারতে বিক্রি শুরু হয়েছে

হাইলাইট

  • Samsung Galaxy A10 ফোনটি, ফ্লিপকার্ট আর পেটিএমের সঙ্গে অফালিনেও কেনা যাচ্ছে
  • Galaxy A30 আর Galaxy A50 এর আগেই  সেলে এসেছে
  • এই ফোনের দাম 8,490 টাকা

 

আজকে ভারতে Samsung Galaxy A10 কেনা যাচ্ছে। আর এই ফোনটির দাম 8,490 টাকা রাখা হয়েছে, আর এই ফোনটি রেড, ব্লু আর ব্ল্যাক কালারে পাওয়া যাচ্ছে। এই ফোনটি সব রিটেল স্টোর আর বড় অনলাইন স্টোর যেমন অ্যামাজন ইন্ডিয়া, ফ্লিপকার্ট আর পেটিএমে আর স্যামসাংয়ের অফলাইন স্টোরে কেনা যাচ্ছে।

আর সম্প্রতি স্যামসাং তাদের Galaxy A30 আর Galaxy A50 স্মার্টফোনের সঙ্গে Galaxy A10 ফোনটি লঞ্চ করেছিল। আর Galaxy A30 আর Galaxy A50 ফোন দুটি প্রথমে সেলে এসেছে আর আজকে Samsung Galaxy A10 ফোনটির সেল শুরু হয়েছে।

Samsung Galaxy A10 ফোনে আপনারা একটি 6.2 ইঞ্চির HD+(720×1520পিক্সাল) ইনফিনিটি V ডিসপ্লের সঙ্গে এসেছে। এই ফোনে অক্টা কোড় এক্সিয়ন্স 7884 SoC আর 2GB র‍্যাম আছে।

GalaxY A10 ফোনটির ব্যাক সাইডে f/1.9 অ্যাপার্চার যুক্ত 13MP র রেয়ার ক্যামেরা আছে। আর এই ফোনের ফ্রন্টে 5মেগাপিক্সালের সেন্সার আছে। আর এই ফোনে ইনবিল্ড স্টোরেজ 32GB আর এই ডিভাইসে 512GB পর্যন্ত স্টোরেজ এক্সপেন্ড করা যাবে। এই ফোনে 3,400mAh য়ের ব্যাটারি আছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Connect On :