Samsung Galaxy A05s: 18 অক্টোবর সস্তার ফোন লঞ্চ করবে স্যামসাং, দাম এবং কী স্পেসিফিকেশন থাকবে জানুন

Samsung Galaxy A05s: 18 অক্টোবর সস্তার ফোন লঞ্চ করবে স্যামসাং, দাম এবং কী স্পেসিফিকেশন থাকবে জানুন
HIGHLIGHTS

আপকামিং Samsung Galaxy A05s ফোনটি ভারতে 18 অক্টোবর লঞ্চ করা হবে

আপকামিং ফোনটি Galaxy A04s এর আপগ্রেডেড ভার্সন হবে

গ্যালাক্সি A05s ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরার সেটআপ সাপোর্ট করবে

Samsung Galaxy A05s Launch Date: স্যামসাং ভারতে তার Galaxy A-Series এর আওতায় একটি সস্তার ফোন ভারতে আনতে চলেছে। কোম্পানি ঘোষনা করেছে যে A05s নামের স্মার্টফোনটি শীঘ্রই ভারতীয় বাজারে আনা হবে। আপকামিং ফোনটি Galaxy A04s এর আপগ্রেডেড ভার্সন হবে। এর পাশাপাশি, Galaxy A05s ফোনটি Galaxy A05 এর সাথে ফিলিপিন্সে লঞ্চ করা হয়েছে।

ভারতে কবে লঞ্চ হবে Samsung Galaxy A05s

আপকামিং Galaxy A05s ফোনটি ভারতে 18 অক্টোবর লঞ্চ করা হবে। ফোনটি তিনটি কালার অপশনে কেনা যাবে – লাইট পার্পল, লাইট গ্রিন এবং ব্ল্যাক। এই স্মার্টফোনের স্পেসিফিকেশন ফিলিপাইনে লঞ্চ হওয়া ফোনের মতো হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: Amazon GIF 2023 Sale: অর্ধেকেরও কম দামে বিক্রি হচ্ছে Samsung, LG, Redmi-এর 65 ইঞ্চি 4K স্মার্ট টিভি, দেখুন লিস্ট

Samsung Galaxy A05s ভারতে কত দামে আসবে

Samsung Galaxy A05s Price in India
Samsung Galaxy A05s ভারতে কত দামে আসবে

ফিলিপাইের বাজারে এই ফোনটি 4GB + 128GB স্টোরেজ মডেলে আনা হয়েছে, যার দাম PHP 7,990 (প্রায় 11,700 টাকা) রাখা হয়েছে। ভারতেও এই ফোনটি একই দামে আসবে বলে অনুমান করা হচ্ছে। অন্য আরেকটি রিপোর্টে, আপকামিং ফোনটি 12,000 টাকার কমে আসবে বলে জানা গিয়েছে। এছাড়া টিপস্টার অভিষেক যাদব এর মতে, কোম্পানির আগামী ফোনটি 15000 টাকার মধ্যেই লঞ্চ করা হবে।

কী কী স্পেসিফিকেশন নিয়ে আসবে Samsung Galaxy A05s

Samsung Galaxy A05s: Display

Galaxy A05s ফোনে 6.7 ইঞ্চি ফুল HD+ ডিসপ্লে সহ একটি পাঞ্চ-হোল ডিজাইন থাকবে, যার রিফ্রশ রেট 90 দেওয়া।

আরও পড়ুন: Amazon GIF 2023 Sale: অর্ধেকেরও কম দামে বিক্রি হচ্ছে Samsung, LG, Redmi-এর 65 ইঞ্চি 4K স্মার্ট টিভি, দেখুন লিস্ট

Samsung Galaxy A05s: Processor, RAM

আপকামিং স্যামসাং ফোন প্রসেসর হিসেবে 6nm Qualcomm Snapdragon 680 CPU পাওয়া যাবে। এর সাথে 6GB RAM এবং 128GB স্টোরেজ পেয়ার করা হয়েছে।

Samsung Galaxy A05s: Processor, RAM

Samsung Galaxy A05s: Camera

গ্যালাক্সি A05s ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরার সেটআপ সাপোর্ট করবে, যা 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ আসবে, যার সাথে 2MP ডেপথ সেন্সর এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফ্রন্টে 13MP লেন্স রয়েছে।

Samsung Galaxy A05s: Battery

স্যামসাং ফোনে 25W ওয়্যারড চার্জিং সহ 5000mAh ব্যাটারিতে কাজ করবে।

আরও পড়ুন: জিও-র বড় ধামাকা, মাত্র 1299 টাকায় বাজারে হাজির নতুন JioBharat B1 4G Phone, ফোনে রয়েছে UPI ফিচার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo