Samsung কোম্পানি ভারতে Galaxy A05s ফোনের নতুন ভ্যারিয়্যান্ট লঞ্চ করেছে। এই নতুন ফোনটি গত মাসেই ভারতীয় বাজারে আনা হয়েছে। লঞ্চের সময় এই ফোনের সিঙ্গেল ভ্যারিয়্যান্ট চালু করা হয়েছিল। তবে গতকাল কোম্পানি এই সস্তা ফোনের একটি আরও ভ্যারিয়্যান্ট বাজারে নিয়ে হাজির হয়েছে। Samsung Galaxy A05s ফোনটি এখন 4GB RAM অপশনেও কেনা যাবে।
স্যামসাং গ্যালাক্সি A05s ফোনের নতুন ভ্যারিয়্যান্ট 4GB RAM এবং 128GB স্টোরেজ সহ আনা হয়েছে। এই মডেলটি 13,499 টাকায় লঞ্চ করা হয়েছে। পাশাপাশি, ফোনের আগের থেকে আসা 6GB RAM + 128GB স্টোরেজ মডেলটি 14,999 টাকায় কেনা যেতে পারে।
আরও পড়ুন: ধামাকা অফার! বিনামূল্যে পাবেন BSNL 4G SIM, কোনো খরচ ছাড়াই মিলবে 4GB হাই-স্পিড ডেটা
এই দুটি মডেল Light Violet, Light Green এবং Black কালার অপশনে কোম্পানির ওয়েবসাইট এবং রিটেল স্টোর থেকে বিক্রি করা হচ্ছে।
ডিসপ্লে
স্যামসাং স্মার্টফোনে একটি বড় 6.7-ইঞ্চি ডিসপ্লে রয়েছে, যা 1080 x 2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। এটি একটি FullHD+ ডিসপ্লে যা একটি LCD প্যানেলে তৈরি করা। এতে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট রয়েছে।
পারফরম্যান্স
প্রসেসিংয়ের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 অক্টা-কোর প্রসেসর অফার করা হয়েছে। Samsung Galaxy A05s ফোনটি Android 13 অপারেটিং সিস্টামে লঞ্চ করা হয়েছে যা OneUI-এর সাথে একসাথে কাজ করে।
আরও পড়ুন: Poco X6 Pro শীঘ্রই ভারতে করবে এন্ট্রি, 16GB RAM সহ থাকবে আর কোন ফিচার? জানুন
RAM এবং স্টোরেজ
এই Samsung ফোনটি 4GB RAM এবং 6GB RAM অপশনে কেনা যাবে। দুটি মডেলেই 128GB স্টোরজে পাওয়া যাবে। কোম্পানি এই ফোনে 12GB পর্যন্ত ভার্চুয়াল RAM পাওয়ার দিয়েছে। স্টোরেজ অপশন 1TB পর্যন্ত বাড়ানো যেতে পারে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য গ্যালাক্সি A05s ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর অফার করা হয়েছে। তবে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনটি 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
ব্যাটারি
পাওয়ার দিতে ফোনে Samsung Galaxy A05 স্মার্টফোনটি একটি 5000mAh ব্যাটারি সহ আসে। ফোনটি 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসে।
আরও পড়ুন: লঞ্চের আগেই সামনে এল Vivo X100 Pro ফোনের আনবক্সিং ভিডিও! জেনে নিন ফিচার