10,000 টাকার কম দামে Samsung Galaxy A05 ভারতে লঞ্চ, 50MP ক্যামেরা সহ 5000mAh ব্যাটারি

Updated on 29-Nov-2023
HIGHLIGHTS

Samsung ভারতে তার নতুন স্মার্টফোন Samsung Galaxy A05 লঞ্চ করে দিয়েছে

স্যামসাং গ্যালাক্সি A05 ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে

ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলটি 9999 টাকায় কেনা যাবে

Samsung ভারতে তার নতুন স্মার্টফোন Samsung Galaxy A05 লঞ্চ করে দিয়েছে। সস্তা দামের এই স্মার্টফোনে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর দেওয়া। এছাড়া এতে রয়েছে 6GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ। ফোনটি সম্প্রতি গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার পাশাপাশি ভারতীয় ক্রোমা স্টোরে দেখা গিয়েছিল।

আসুন জেনে নেওয়া যাক Samsung Galaxy A05 ফোনের দাম, স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে।

স্যামসাং গ্যালাক্সি A05 ফোনের ভারতীয় দাম কত

দামের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি A05 ফোনটি দুটি ভ্যারিয়্যান্টে আনা হয়েছে। ফোনের 4GB RAM + 64GB স্টোরেজ মডেলটি 9999 টাকায় কেনা যাবে। পাশাপাশি, 6GB RAM + 128GB স্টোরেজ মডেলটি ভারতে 12,499 টাকায় বিক্রি করা হবে। ফোনটি তিনটি কালার অপশনে পাওয়া যাবে – ব্ল্যাক, লাইট গ্রিন এবং সিলভার।

Samsung Galaxy A05 Launched

আরও পড়ুন: আচমকা OnePlus Nord CE 3 5G ফোনের দাম কমল, রয়েছে 16MP সেলফি ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি

Samsung Galaxy A05: স্পেসিফিকেশন

নতুন স্যামসাং ফোনে 6.7-ইঞ্চি HD+ (720×1,600 পিক্সেল) PLS LCD ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে MediaTek Helio G85 প্রসেসর রয়েছে। ফোনে 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ অফার করা হয়েছে। স্টোরেজ মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে।

Android 13-ভিত্তিক One UI স্কিনে অপারেটিং, Galaxy A05 ডুয়াল ন্যানো-সিম কার্ড রয়েছে। Samsung এই ডিভাইসের জন্য চার বছরের সিকিউরিটি আপডেট এবং দুই প্রজন্মের OS আপগ্রেডের গ্যারান্টি অফার করছে।

Samsung Galaxy A05

ক্যামেরার ক্ষেত্রে, Galaxy A05 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া। এতে প্রাইমারি ক্যামেরা 50-মেগাপিক্সেলের এবং 2-মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।

হ্যান্ডসেটে পাওয়ার দিতে Samsung ফোনে 5000mAh ব্যাটারি, এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 6 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে সস্তা Redmi 13C 5G, জানুন দাম এবং ফিচার কী

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :