Upcoming Samsung Galaxy A05 and A05s: ভারতে আগামী সপ্তাহে আসছে দুটি সস্তা ফোন, লঞ্চের আগে ফাঁস হল দাম এবং ফিচার

Updated on 09-Oct-2023
HIGHLIGHTS

Samsung শীঘ্রই দুটি সস্তা ফোন Galaxy A05 এবং Galaxy A05s ভারতে আনতে চলেছে

স্যামসাং এর এই দুটি সস্তা ফোন ভারতের মার্কেটে গত সপ্তাহে আসতে পারে

আপকামিং দুটি ফোন ভারতীয় বাজারে 15000 টাকার কম দামে আসতে পারে

Samsung এর তরফে কয়েক সপ্তাহ আগে দুটি নতুন এন্ট্রি-লেভল স্মার্টফোনের ঘোষনা করা হয়েছিল। কোম্পানির এই দুটি ফোন Samsung Galaxy A05 এবং Galaxy A05s নামে আসতে পারে। নতুন একটি খবরে টিপস্টার অভিষেক যাদব দাবি করেছেন যে সাউথ কোরিয়ন কোম্পানি শীঘ্রই ভারতীয় বাজারে Samsung Galaxy A05 দুটি মডেল লঞ্চ করতে পারেন।

টিপস্টারের অনুযায়ী, স্যামসাং এর এই দুটি সস্তা ফোন ভারতের মার্কেটে গত সপ্তাহে আসতে পারে। এর পাশাপাশি, টিপস্টার এই দুটি সস্তা ফোনে দাম সম্পর্কেও জানিয়েছে। আসুন জেনে নেওয়া যাক Samsung এর আপকামিং এই দুটি ফোনের বিষয়।

আরও পড়ুন: Vivo V29 Pro vs Nothing Phone (2): নতুন ভিভো ফোন কি ট্রান্সপেরেন্ট নথিং ফোন কে দিতে পারবে টেক্কা? জানুন দাম এবং ফিচার

Samsung Galaxy A05 এবং A05s ফোনের দাম কত হবে

টিপস্টার তার সোশ্যাল মিডিয়া X (টুইটার) এই দুটি ফোনের ডিটেল শেয়ার করেছে।

পোস্ট অনুযায়ী, Samsung Galaxy A05 এবং A05s মোবাইল আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হবে বলে জানিয়েছে।

লঞ্চের পাশাপাশি, দামও প্রকাশ করা হয়েছে। পোস্ট অনুযায়ী, Galaxy A05 ফোনটি 13000 টাকা এবং A05s মোবাইল ফোনের দাম 15000 টাকার কাছাকাছি হতে পারে।

এছাড়া জানা গিয়েছে যে কোম্পানি আপকামিং দুটি ফোনের সাথে অ্যাডাপ্টার নাও দিতে পারে।

দুটি ফোনে বড় Android আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: স্মার্টফোন থেকে স্মার্ট টিভি সবেতেই বাম্পার ডিল, Amazon Sale 2023-তে অফারের ঝুড়ি

টিসপ্টার অভিষেক যাদব আপকামিং দুটি ফোনের কিছু ফিচার এবং স্পেসিফিকেশন ডিটেলও দিয়েছে। আসুন দেখে নেওয়া যাক…

Samsung Galaxy A05s স্পেসিফিকেশন

Galaxy A05s এর ফিচারের কথা বললে, এতে 6.7-ইঞ্চি PLS LCD ডিসপ্লে থাকবে, যার পিক্সেল রেজোলিউশন 1080×2400 দেওয়া হবে।

পারফরম্যান্সের জন্য ফোনে Adreno 610 GPU এর সাথে কোয়ালকম Snapdragon 680 চিপসেট অফার করা হবে।

ফোনটি 6GB LPDDR4X RAM + 128GB স্টোরেজ সহ আসবে, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরার ক্ষেত্রে Samsung Galaxy A05s এর ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ সহ আসতে পারে। এতে 50MP প্রাইমারি ক্যামেরা, 2MP ম্যাক্রো সেন্সর এবং LED ফ্ল্যাশ সহ 2MP ডেপথ সেন্সর দেওয়া যেতে পারে। সেলফি তোলার জন্য ফোনে 13MP ফ্রন্ট সাপোর্ট থাকবে।

Samsung Galaxy A05s ফোনে পাওয়ার দিতে 5000mAh ব্যাটারি এবং 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Samsung Galaxy A05s স্পেসিফিকেশন

আরও পড়ুন: Amazon Great Indian Festival 2023: 10,000 টাকার কমে সেরা 5 স্মার্টফোন ডিল

Samsung Galaxy A05 স্পেসিফিকেশন

Galaxy A05 ফোনরে কথা বললে, এতে 6.7-ইঞ্চি PLS LCD ফুল HD+ ডিসপ্লে দেওয়া হবে, যার পিক্সেল রেজোলিউশন 720 x 1600 থাকতে পারে।

ফোনে অক্টা-কোর মিডিয়াটেক হেলিও G85 চিপসেট দেওয়া হবে।

আপকামিং ফোনে 6GB RAM এবং 128GB স্টোরেজ পাওয়া যাবে, যা মাইক্রোএসডি কার্ড দিয়ে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরার ক্ষেত্রে Samsung Galaxy A05 ফোনটি ডুয়াল রিয়ার সেন্সর সহ আসবে। এতে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি রয়েছে।

আরও পড়ুন: Amazon GIF 2023 Sale: 15000 টাকার কম দামের এই 5 সেরা ফোনে ব্যাপক ছাড়

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :