বাজার কাঁপাতে ভারতে আসছে Samsung এর দুটি সস্তা এবং শক্তিশালী স্মার্টফোন! কম খরচে দামি ফোনের ফিচার
স্যামসাং গ্যালাক্সির নতুন দুটো ফোন ভারতে লঞ্চ হতে পারে শীঘ্রই
এই ফোন দুটো হল Samsung Galaxy A04 Core এবং Samsung Galaxy M04
কিন্তু কবে এই ফোন দুটো ভারতে আসবে এখনও জানা যায়নি তবে এতে 50 মেগাপিক্সেলের ক্যামেরা আছে
Samsung Galaxyর দুটো ফোন হয়তো খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে। এই ফোন দুটো হল Samsung Galaxy A04 Core এবং M04, এই ফোন দুটোই আদতে এন্ট্রি লেভেলের ফোন। কেন এমনটা মনে করা হচ্ছে জানেন? কারণ সম্প্রতি এই ফোন দুটোর নাম ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (Bureau Of Indian Standards) এর সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গিয়েছে। কিন্তু এই সংস্থার তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে Samsung A04 কোর ফোনটি আগস্টের শুরুর দিকে বিশ্ব বাজারে লঞ্চ করেছে। এই ফোনটিতে আছে 6.5 ইঞ্চির ডিসপ্লে সহ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এই ফোনে আছে একটি আপডেটেড ডিজাইন।
Samsung Galaxy A04 Core ফোনটির দাম কত হবে?
অনুমান করা হচ্ছে ভারতের বাজারে এই ফোনটির দাম 10 হাজার টাকার আশপাশেই হবে, এই ফোনটি ভারতে তিনটি রঙে লঞ্চ হতে পারে। এই রঙগুলো হল, কালো, কপার, এবং সবুজ। BIS এর সার্টিফিকেট ডেটাবেস অনুযায়ী Samsung A series এর এই ফোনের মডেল নম্বর হচ্ছে SM-A042F/DS। এই ফোনটি ছাড়াও Samsung Galaxy M04 ফোনটির নামও ওয়েবসাইটে দেখা গিয়েছে, তার মডেল নম্বর হল SM-M048F/DS।
এছাড়া, এই বিষয়ে উল্লেখযোগ্য হল এই ফোন দুটোর নাম Geekbench সাইটে দেখা গিয়েছে। Samsung Galaxy A04 Core ফোনটিতে 3 GB RAM থাকতে পারে বলেই মনে করা হচ্ছে। সঙ্গে থাকতে পারে MediaTek Helio G35 প্রসেসর। অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্যা বক্স সফটওয়্যার থাকতে পারে এই ফোনে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সির M04 ফোনটিতেও 3GB RAM এবং MediaTek Helio G35 প্রসেসর থাকতে পারে।
তবে সংস্থার তরফে এখনই পাকাপাকি ভাবে কিছুই জানানো হয়নি। কোন ফোনে কী ফিচার থাকবে সেটাও জানা যায়নি। শুধু BIS ওয়েবসাইটে এই নাম দুটো দেখা গিয়েছে বলে অনুমান করা হচ্ছে যে শীঘ্রই এই ফোন দুটো ভারতে লঞ্চ হতে চলেছে। কিন্তু কবে সেটা আগামী দিনেই জানা যাবে।