Samsung তাদের দুটো বাজেট ফোন লঞ্চ করল দেশে। বছর শেষ হওয়ার আগেই দুটি ব্র্যান্ড নিউ ফোন নিয়ে হাজির হল এই কোম্পানি। বছর ফুরানোর আগে Samsung -এর তরফে যে দুটি ফোন দেশে লঞ্চ করল সেই দুটি ফোন হল, Samsung Galaxy A04 এবং Samsung Galaxy A04e। যাঁরা স্মুদ কাজ করে এমন বাজেট ফোন খুঁজছেন এই ফোন দুটি তাঁদের জন্য একেবারে আদর্শ ফোন। Samsung Galaxy A04 সিরিজ -এর দাম শুরু হচ্ছে 9,999টাকা থেকে। এই দুটি ফোনেই আছে 5000mAh ব্যাটারি এবং ডুয়াল রিয়ার ক্যামেরা। গ্রাহকরা এই ওজন দুটি ভারতে Samsung E-Store এবং যে রিটেল দোকান আছে সেখান থেকে কিনতে পারবেন। আগামী 20 ডিসেম্বর থেকে এই ফোন কেনা যাবে।
Samsung Galaxy A04 ফোনটির দাম Samsung Galaxy A04e -এর তুলনায় একটু বেশি। ভারতে এই ফোনের দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে। এই ফোনে মিলবে 4 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনের টপ মডেলে আছে 128 GB ইন্টারনাল স্টোরেজ যার দাম হচ্ছে 12,999 টাকা। অন্যদিকে Samsung Galaxy A04e ফোনটির দাম দেশে শুরু হচ্ছে 9,299 টাকা থেকে। এই ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ হয়েছে। বেস মডেলে আছে 3 GB RAM এবং 32 GB ইন্টারনাল স্টোরেজ যার দাম 9,299টাকা। এরপর 3 GB RAM এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 9,999 টাকা। অন্যদিকে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 11,499 টাকা।
Samsung Galaxy A04 ফোনটি তিনটি রঙে উপলব্ধ হয়েছে, এই তিনটি রঙ হল সবুজ, কপার, এবং কালো। Samsung Galaxy A04e ফোনটি দুটি রঙে উপলব্ধ হয়েছে, লাইট ব্লু এবং কপার। অন্যদিকে Samsung Galaxy A04e ফোনটি অক্টোবর মাসে বিশ্ব বাজারে লঞ্চ করেছে, অন্যদিকে Samsung Galaxy A04 ফোনটি আগস্ট মাসে বিশ্ব বাজারে লঞ্চ করেছে।
দুটি ফোনের বেশ কিছু ফিচার এক। তবে ক্যামেরা এবং RAM- এর ক্ষেত্রে কিছু তফাৎ আছে। দুটো ফোনেই আছে 6.5 ইঞ্চির HD+ ইনফিনিটি V ডিসপ্লে সহ RAM Plus সাপোর্ট। এখানে টাইপ সি পোর্ট সহ 5000mAh ব্যাটারি মিলবে। Samsung Galaxy A04 ফোনটির প্রাইমারি ক্যামেরায় আছে 50মেগাপিক্সেলের সেন্সর সঙ্গে আছে একটি 2 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা। অন্যদিকে Samsung Galaxy A04e ফোনটিতে আছে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা এবং সঙ্গে একটি 2 মেগাপিক্সেলের একটি সেকেন্ডারি ক্যামেরা আছে। দুটো ফোনেই 5 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা আছে সেলফি তোলার জন্য। এছাড়া কানেকটিভিটির জন্য আছে Wifi, blututhr, LTE, ইত্যাদি। দুটো ফোনই পরিচালিত হবে MediaTek Helio P35 প্রসেসরের সাহায্যে।