Smasung Galaxy J6 স্মার্টফোনটির 64GB মডেলের দাম কমল, এবার মাত্র 15,990টাকায় পাওয়া যাবে

Updated on 09-Jul-2018
HIGHLIGHTS

Samsung Galaxy J6 স্মার্টফোনটির একটি 64GB ভেরিয়েন্টের 16,490 টাকায় লঞ্চ করা হয়েছিল

এই বছরের মে মাসে স্যামসং য়ের তরফে ভারতে তাদের নতুন স্মার্টফোন Samsung galaxy j6  স্মার্টফোনটি লঞ্চ করেছিল, আর এছাড়া কোম্পানি Galaxy J8, galaxy j6 আর Galaxy J6+ স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছিল। আর কোম্পানি তাদের Samsung galaxy j6 স্মার্টফোনটি দুটি আলাদা আলদাআ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। আর এই ডিভাইসটি 3GB আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টে কোপানি 13,990টাকা দামে লঞ্চ করা হয়েছিল আর এর 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টটি 16,490টাকায় লঞ্চ করা হয়েছিল। এবার এই ডিভাইসটি 64GB ভেরিয়েন্টে 500টাকা দাম কমানো হয়েছে, আর এর মানে এই যে এই ডিভাইসটি এবার 15,990টাকায় কেনা যাবে।

মুম্বাইয়ের কোম্পানি Mahes Telecom এই বিষয়টি সবার আগে টুইট করে জানিয়েছিল, আর এছাড়া এই নতুন দামে স্যামসং অনলাইন স্টোরেজ দেখা গেছিল। আর এছাড়া আপনাদের বলে রাখি যে ICICI য়ের ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের মাধ্যমে এই ডিভাইসটি কিন\লে 1,500টাকা ডিস্কাউন্টে কেনা যাবে। আর এর পরে এটি যথাক্রমেঃ 11,490টাকা আর 13,490 টাকায় কেনা যাবে।

 

https://twitter.com/MAHESHTELECOM/status/1016215461783134210?ref_src=twsrc%5Etfw

Samsung galaxy j6 স্মার্টফোনটির ফিচার আর স্পেক্সের বিশেয় যদি কথা বলি তবে আপনাদের বলে রাখি যে এই ডিভাইসটি কোম্পানি 5.6 ইঞ্চির HD+ 1480×720 পিক্সালের সুপার AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে আর এই ফোনের স্ক্রিনের অ্যাস্পেক্ট রেশিও 18:5:9 য়ের। এই ফোনে আপনারা একটি এক্সিয়ন্স 7870 চিপসেট আছে আর এছাড়া এই ফোনের 3GB র‍্যাম আর 32GB স্টোরেজের সঙ্গে 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ অপশানের সঙ্গে লঞ্চ করা হয়েছে।

ছবিতোলার জন্য স্মার্টফোনটিতে আপনারা একটি 13মেগাপিক্সালের রেয়ার ক্যামেরা আছে আর যা LED ফ্ল্যাশ যুক্ত। আর এছাড়া এই ফোনে একটি 8মেগাপিক্সালের ক্যামেরা আছে LED ফ্ল্যাশের সঙ্গে। আর এই ফোনে 3,000mAh য়ের ক্ষমতা যুক্ত একটি ব্যাটারি আছে। এই ফোনে অ্যান্ড্রয়েড 8.0 Oreo তে চলে।

এবার Cashify তে নিজেদের পুরনো মোবাইল বিক্রি করে সঙ্গে সঙ্গে টাকা পান। 200টাকার এক্সট্রাক্যাশব্যাকে পাওয়ার জন্য DIGIT কোডের ব্যাবহার করুন

Connect On :