digit zero1 awards

Samsung য়ের এই চারটি 4G বাজেট স্মার্টফোনের দাম কমে গেছে

Samsung য়ের এই চারটি 4G বাজেট স্মার্টফোনের দাম কমে গেছে
HIGHLIGHTS

স্যামসাংয়ের Galaxy J2 Core, Galaxy J2 2018, Galaxy J4 আর Galaxy J6 মোবাইল ফোনের দামে দারুন ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে আর এই অফারটী 15 নভেম্বর পর্যন্ত পাওয়া যাবে

ফ্লিপকার্ট, অ্যামাজনের মতন ই-কমার্স ওয়েবসাইট গুলি উৎসবের সময়ে অনেক সেল অফার নিয়ে আসে, আর আমরা যদি স্মার্টফোন, গ্যাজেট বা ল্যাপটপের নির্মাতা কোম্পানি গুলির দিকে দেখি তবে দেখা যাবে যে এই ক্ষেত্রে এরাও পিছিয়ে নেই। স্যামসাং তাদের J সিরিজের চারটি ফোনের দাম কমিয়েছে।

এই বিষয়ে খবর মুম্বাইয়ের মহেশ টেলিকমের টুইটার হ্যান্ডেলের মাধ্যমে সামনে এসেছে আর সেখানে দেখা গেছে যে Samsung য়ের 4 টি ফোনের দাম কমেছে। এই অফার 25 অক্টোবর থেকে 15 নভেম্বর পর্যন্ত চলবে। আর এর মধ্যে আপনারা এই মোবাইল ফোন গুলি কম দামে কিনতে পারবেন। এই চারটি ফোন হল- Galaxy J2 Core, Galaxy J2 2018, Galaxy J4 আর Galaxy J6।

সেলের সময়ে গ্যালাক্সি J2 কোর 7,000 টাকার বদলে 5,990 টাকায় কেনা যাবে। আর Galaxy J2 2018 ফোনটি 8,200 টাকার বদলে 6,990 টাকায় কেনা যাবে।

আর আমরা যদি Galaxy J4 মোবাইল ফোনটি দেখি তবে এটি 10,990 টাকার বদলে 8,250 টাকায় কেনা যাবে। আর Galaxy J6 ফোনটির 32GB ভেরিয়েন্টটি সেলের সময়ে 11,490 টাকায় কেনা যাবে আর এই ডিভাইসের 64GB ভেরিয়েন্টটি মাত্র 12,990 টাকায় কেনা যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo