Samsung Day সেলঃ আজকে এই স্যামসং ডিভাইস গুলি ডিস্কাউন্টের সঙ্গে কেনা যাচ্ছে

Samsung Day সেলঃ আজকে এই স্যামসং ডিভাইস গুলি ডিস্কাউন্টের সঙ্গে কেনা যাচ্ছে
HIGHLIGHTS

এই সেলে বেশ কিছু ভাল স্মার্টফোন বেশ কম দামে কেনা যাবে

অ্যামাজন ইন্ডিয়াতে 25 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত Samsung Days চলছে। আর এর মাধ্যমে স্যামসংয়ের ডিভাইসের ওপর ভাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে।আসুন এর মধ্যে থেকে কিছু সেরা ডিস্কাউন্টের বিষয়ে দেখেনি।

Samsung Galaxy On7 Prime

এই স্যামসংগের স্মার্টফোনটি অ্যামাজনে আজকে 11,990 টাকায় কেনা যাচ্ছে। আর এর আসল দাম সাইটে 14,990 টাকা বলা হয়েছে। এই স্যামসংগ স্মার্টফোনটি 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ যুক্ত। এই ফোনে একটি 13MP র প্রাইমারি ক্যামেরা দেওয়া হেয়ছে আর এর রেজিলিউশান 1080×1920 পিক্সাল। এখান থেকে কিনুন।

Samsung Galaxy A6

এই স্যামসংগ ফোনটি অ্যামাজনে 19,990 টাকায় কেনা যাচ্ছে। এর আসল  দাম সাইটে 24,500টাকা বলা হয়েছে। আর এটি আজকে ব্ল্যাক কালারে কেনা যাবে। আর এর স্টোরেজ 32GB। এই ফোনটিতে 16MP র প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

Samsung Galaxy J6

আজকে এই ফোনটি 13,990 টাকায় কেনা যাবে। এর আসল দাম সাইটে 14,990 টাকা বলা হয়েছে। আর এটি ব্ল্যাক কালার অপশানে কেনা যাবে। আর এটি 32GB স্টোরেজ যুক্ত ফোন। এই ফোনে একটি 13MP র প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

Samsung Galaxy A8+

এই হাইএন্ড স্যামসংগ স্মার্টফোনটি আজকে 29,990 টাকায় কেনা যাবে। আর এর আসল দাম সাইটে 41,900 টাকা বলা হয়েছে। এটি 6GB র‍্যাম আর 64GB স্টোরেজ যুক্ত ফোন। এই ফোনে ডুয়াল ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

Samsung Galaxy A6 Plus 

এই ফোনটি আজকে ব্লু কালার ভেরিয়েন্টে কেনা যাবে। এটি আজকে 23,990টাকায় কেনা যাবে। আর এর আসল দাম সাইটে 25,600টাকা বলা হয়েছে। এটি 64Gb স্টোরেজ যুক্ত ফোন। এই ফোনে 16MP+5MP ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

Samsung Galaxy J8

এই ফোনটি আজকে ব্ল্যাক কালার ভেরিয়েন্টে 18,990 টাকায় কেনা যাবে। আর এর আসল দাম 19,990 টাকা। আর এটি আজকে 64GB স্টোরেজ ভেরিয়েন্টে কেনা যাবে। এই ফোনে এলইডি ফ্ল্যাশ আছে। এখান থেকে কিনুন।

Samsung Galaxy J7 Duo 

আজকে এই ফোনটি 14,990 টাকায় কেনা যাবে। আর এই ফোনের আসল দাম সাইটে 17,990 টাকা বলা হয়েছে। আর এই ফোনটি ব্ল্যাক কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। আর এটি 32GB স্টোরেজ ভেরিয়েন্টে ফোন। এখান থেকে কিনুন।

Samsung Gear S3 Frontier Smartwatch

আজকের এই সেলে স্যামসংয়ের গিয়ার ডিভাইসটি 24,500 টাকায় কেনা যাবে। আর এর আসল দাম 28,500 টাকা বলা হয়েছে। এটি স্পাইস গ্রে কালারে কেনা যাবে। এটি 1.3 ইঞ্চির 360×360 সুপার AMOLED টাচস্ক্রিন ডিসপ্লে যুক্ত ডিভাইস। এখান থেকে কিনুন।

Samsung Gear Sport Smartwatch 

আজকে এই স্মার্টওয়াচটি 22,700টাকায় কেনা যাবে। আর এটি 22,990 টাকা আসল দাম বলা হয়েছে। এটি আজকে ব্ল্যাক কালার অপশানে কেনা যাবে। এটি স্পোর্ট ডিজাইনের স্মার্টওয়াচ। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারের কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo