লঞ্চিং এর সময় Samsung এর Bixby অ্যাসিস্টেন্স ভয়েস কমান্ড সাপোর্ট করতনা
Samsung Galaxy S8 আর S8 প্লাসের ইন বিল্ট ভার্চুয়াল AI অ্যাসিস্টেন্স Bixbyর সঙ্গে লঞ্চ করা হয়েছিল. এই অ্যাপ্লিকেশনটির প্রতিযোগী গুগল অ্যাসিস্টেন্স, অ্যামাজন এলেক্সা অ্যাপেল সিরি.
লঞ্চিং এর সময় Samsung এর Bixby অ্যাসিস্টেন্স ভয়েস কমান্ড সাপোর্ট করতে পারতনা. Samsung তাদের এই অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে লঞ্চ করেছে, এর পরে এই অ্যাপলিকেশনটি ভয়েস কমান্ড সাপোর্ট করবে. তবে এই আপডেটটি এখন শুধু কোরিয়াতে লঞ্চ করা হয়েছে.
গ্যালাক্সি S8, 1440x1960p রেজিলিউশন যুক্ত. এর আগে LG G6 এ 18:9 এর অ্যাস্পেক্টার রেসিও দেখা গেছিল. ডিভাইসটির বটমে অন স্ক্রিন নেগিভেশন বটন আছে. ফোনটির ডান দিকে অন বলিউমের সুইচ আর পাওয়ার বটন আছে.
এই ফোনটির ফ্রন্ট প্যানেলে কোন ফিজিকাল বটন নেই. অর্থাত ইউজার নিজের দরকার অনুসারে অনস্ক্রিন কন্ট্রোল দিয়ে কাস্টামাইজড করতে পারবেন. গ্যালাক্সি S8 স্ন্যাপড্র্যাগন 835 প্রসেসার যুক্ত. আপনাদরে বলে রাখি যে এখনও অব্দি আর কোন ফোনে এই প্রসেসার ব্যবহার করা হয়নি.
এছাড়া এই ফোনে 5.8 ইঞ্চি আর গ্যালাক্সি S8 প্লাসে 6.2 ইঞ্চির QHD Supar AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে. এই দুটি ফোন IP68 টেকনিক যুক্ত যার জন্য এই ডিভাইসে ডাস্ট আর ওয়াটার প্রোটেকশন আছে.