108MP ক্যামেরা সহ Samsung 5G Smartphone হল 5000 টাকা সস্তা, জানুন ফিচার এবং নতুন দাম কত

108MP ক্যামেরা সহ Samsung 5G Smartphone হল 5000 টাকা সস্তা, জানুন ফিচার এবং নতুন দাম কত
HIGHLIGHTS

সাউথ কোরিয়ান সংস্থা তার Samsung Galaxy F54 5G ফোনের দাম কমিয়ে দিয়েছে

ছাড়ের পর স্যামসাং 5G স্মার্টফোনের দাম 24,999 টাকা হয়ে

স্যামসাং গ্যালাক্সি F54 ফোনে এক্সিনোস চিপসেট, AMOLED ডিসপ্লে এবং 108 মেগাপিক্সেল ক্যামেরা মতো ফিচার রয়েছে

Samsung ভারতে বাজারে জনপ্রিয় এবং টপ ব্র্যান্ডগুলির মধ্যে একজন। আপনি যদি স্যামসাং এর মিড-রেঞ্জ স্মার্টফোন কিনবেন ভাবছেন, তবে এটাই সুযোগ। আসলে, সাউথ কোরিয়ান সংস্থা তার Samsung Galaxy F54 5G ফোনের দাম কমিয়ে দিয়েছে। Samsung 5G Smartphone গত বছর লঞ্চ করা হয়েছিল।

স্যামসাং গ্যালাক্সি F54 ফোনে এক্সিনোস চিপসেট, AMOLED ডিসপ্লে এবং 108 মেগাপিক্সেল ক্যামেরা মতো ফিচার রয়েছে। আসুন এই ফোনে পাওয়া ডিসকাউন্ট এবং অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: 5G Phone deal: অর্ধেকের কম দামে বিক্রি হচ্ছে 50MP ক্যামেরা সহ সস্তা Poco 5G স্মার্টফোন

Samsung Galaxy F54 5G এর দাম

এই ফোনটি 29,999 টাকা দামের সাথে ভারতে লঞ্চ করা হয়েছিল। তবে এখন কোম্পানি এতে 5000 টাকা কম করে দিয়েছে।

Samsung 5G Smartphone Price cut
Galaxy F54 ফোনটি 29,999 টাকা দামের সাথে ভারতে লঞ্চ করা হয়েছিল

ছাড়ের পর স্যামসাং 5G স্মার্টফোনের দাম 24,999 টাকা হয়ে।

গত বছর জুন মাসে লঞ্চ হওয়া এই ফোনটি দুটি কালার অপশনে আনা হয়েছে- স্টারডাস্ট সিলভার এবং মিটিওর ব্লু।

গ্রাহকরা এই স্মার্টফোনটি Samsung.com, Flipkart, অনলাইন এবং অফলাইন রিটেল স্টোর থেকে কিনতে পারবেন।

আরও পড়ুন: itel P55 Series: 24GB RAM, 50MP ক্যামেরা সহ এসে গেল শক্তিশালী স্মার্টফোন, দাম একদম বাজেটে

Galaxy F54 5G ফোনে কী স্পেসিফিকেশন রয়েছে

Samsung Galaxy F54 5G New Price in india
স্যামসাংয়ের এই ফোনের ডিসপ্লেতে 6.7-ইঞ্চি Super AMOLED স্ক্রিন রয়েছে

স্যামসাংয়ের এই ফোনের ডিসপ্লেতে 6.7-ইঞ্চি Super AMOLED স্ক্রিন রয়েছে। এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে।

পারফরম্যান্সের জন্য এই ফোনে অক্টা-কোর Exynos 1380 চিপসেট দেওয়া। এটি 8 জিবি RAM এর সাথে পেয়ার করা হয়েছে। এছাড়া এতে 256 জিবি স্টোরেজ পাওয়া যাবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে, এতে ট্রিপল-রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এটি OIS সাপোর্ট সহ 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স সহ আসে।

সেলফির জন্য এই ফোনে একটি 32MP ফ্রন্ট ক্যামেরাও রয়েছে।

স্মার্টফোনে পাওয়ার দিতে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি 6000mAh ব্যাটারি রয়েছে।

আরও পড়ুন: iQOO Neo 9 Pro ফোনের দাম ফাঁস! 120W ফাস্ট চার্জিং সহ 22 ফেব্রুয়ারি হবে ভারতে লঞ্চ

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo