Price Drop: 7000 টাকা পর্যন্ত সস্তা হল দুটি Samsung 5G Phones, 108MP ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার

Price Drop: 7000 টাকা পর্যন্ত সস্তা হল দুটি Samsung 5G Phones, 108MP ক্যামেরা সহ রয়েছে দুর্দান্ত ফিচার
HIGHLIGHTS

Samsung কোম্পানি তার দুটি স্মার্টফোনের দাম একধাপে অনেকটা কমিয়ে দিয়েছে

Samsung 5G Phones এর দুটি ফোন হল 108MP ক্যামেরা সেন্সর সহ Galaxy F54 5G এবং Galaxy F34 5G

স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোন ভারতে 8GB RAM+256GB স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছিল

Samsung তার গ্রাহকদের জন্য দুর্দান্ত স্মার্টফোনের অফার নিয়ে হাজির হয়েছে। কোম্পানি তার দুটি স্মার্টফোনের দাম একধাপে অনেকটা কমিয়ে দিয়েছে। এই দুটি ফোন হল 108MP ক্যামেরা সেন্সর সহ Galaxy F54 5G এবং Galaxy F34 5G । আসুন জেনে নেওয়া যাক Samsung 5G Phones এর কত দাম কমল, নতুন দাম কী এবং স্পেসিফিকেশন।

Samsung Galaxy F54 5G ফোনের দাম কত কমল

স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোন ভারতে 8GB RAM+256GB স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছিল। ফোনটি 29,999 টাকায় বাজারে আনা হয়েছিল। তবে এখন এই ফোনের দাম 7000 টাকার কমিয়ে দেওয়া হয়েছে। দাম কম হওয়ার পর ফোনটি মাত্র 22,999 টাকায় কেনা যাবে।

আরও পড়ুন: Motorola Edge 50 Ultra: কাঠের টেক্সচার এবং 50+50+64MP ক্যামেরা সহ নতুন মোটোরোলা ফোন

Samsung 5G Phones Galaxy F54 5G Price cut in India
ভারতে গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোন ভারতে 8GB RAM+256GB স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছিল

গ্যালাক্সি এফ৫৪ ৫জি ফোনটি দাম কম হওয়ার পর অনলাইন শপিং সাইট Flipkart থেকে বিক্রি করা হচ্ছে।

Samsung Galaxy F34 5G ফোনের দাম কত কমল

এবার কথা স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ফোনের দুটি ভ্যারিয়্যান্টের দাম কমিয়ে দিয়েছে কোম্পানি। ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলটি 18,999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে এখন এই ফোনে 6000 টাকার প্রাইস কট করা হয়েছে। দাম কম হওয়ার পর ফোনটি 12,999 টাকায় বিক্রি হচ্ছে।

একই ফোনের 8GB RAM+128GB স্টোরেজ মডেলটিও 6000 টাকার সস্তা করে দেওয়া হয়েছে। দাম কম হওয়ার পর ফোনটি 14,999 টাকায় কেনা যাবে। তবে ফোনটি 20,999 টাকায় ভারতে আনা হয়েছিল। এই দুটি ফোনই অনলাইন শপিং সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

আরও পড়ুন: Cheapest Jio Plan: জিও এর 84 দিনের সস্তা প্রিপেইড প্ল্যান, কম খরচে Amazon Prime Video সাবস্ক্রিপশন বিনামূল্যে

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo