দুটি ডিসপ্লে যুক্ত এই স্যামসং ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে

Updated on 22-Nov-2017
HIGHLIGHTS

এই ডিভাইসটি দুটি ডিসপ্লে নিয়ে ২০১৮ সালের প্রথম দিকে লঞ্চ হবে

আমরা সবাই এখন স্যামসং এর ফোল্ডেবেলে Galaxy X স্মার্টফোনটির বিষয়ে বেশি কিছু জানিনা। তবে এই ডিভাইসটি দুটি ডিসপ্লে নিয়ে ২০১৮ সালের প্রথম দিকের মধ্যে লঞ্চ হবে বলেই মনে হয়।

SM-G888N0 এর সাপোর্ট পেজের মাধ্যমে এই বিষয়টি জানা গেছে যে এই ফোনটি লঞ্চ হতে চলেছে, দক্ষিণ কোরিয়াতে Galaxy X ফোনটি মডেল SM-G888N0 নাম দেওয়া হয়েছে।

Samsung Galaxy X এর বিষয়ে সাপোর্ট পেজে কোন খবর জানা যায়নি, কিন্তু তবে খুব তাড়াতাড়ি এই ফোনটির বিষয়ে ঘোষনা করা হবে।

একটি নতুন রিপোর্টে Galaxy S9 এর বিষয়েও খবর পাওয়া গেছে। এই ডিভাইসটিতে হিপ পাইপ থাকবে যা কুলিং এর ক্ষেত্রে কাজে আসবে। এর আগের কিছু রিপোর্ট অনুসারে স্যামসং এর এই ডিভাসটি একটি নতুন ভেরিয়েন্ট স্ন্যাপড্র্যাগন 845 SoC যুক্ত হবে। একটি রিপোর্ট অনুসারে স্যামসং Galaxy Note 9 এর জন্য স্ন্যাপড্র্যাগন 845 চিপসেটের প্রথম পুরো ব্যাচটি কিনে নিয়েছে।

সোর্সঃ 

Connect On :