ভারতে REDMI K20 ফোনটি MIUI 11 য়ের আপডেট পাওয়া শুরু করেছে

Updated on 24-Oct-2019
HIGHLIGHTS

ফোনের ব্যাকে আছে 3D কার্ভড গ্লাস

ফোনে অলওয়েজ অন AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে

আপনারা যদি Redmi K20 র গ্রাহক হন তবে আপনাদের জন্য একটি ভাল খবর। আসলে ফোনে MIUI11 আপডেট এসেছে। হ্যাঁ Redmi K20 ফোনটি এই আপডেট রোল আউট করা হচ্ছে। আর আপনাদের বলে রাখি যে কোম্পানি MIUI 11 আপডেটের সঙ্গে তাদের দুই ফোন Redmi Note 8 Proআর Redmi Note 8 লঞ্চ করেছে।

MIUI 11 আপডেটে নতুন মিনিমালিস্টিক ডিজাইন আর ডেডিকেটড সিস্টেম হোয়াইট ডার্ক মোড আছে। আর এই ফোনে এই আপডেটের পরে ইউসারদের অভিজ্ঞতা অপ্টিমাইজ করা হেয়ছে। আর আপনাদের জানিয়ে রাখি যে কোম্পানি তাদের Redmi Note 8  সিরিজের লঞ্চের সময়ে বলেছিল যে Poco F1, Redmi K20, Redmi Y3, Redmi 7, Redmi Note 7, Redmi Note 7S, আর edmi Note 7 Pro র জন্য MIUI 11 আপডেট 22 অক্টোবর থেকে 31 অক্টোবরের মধ্যে রোল আউট করবে।

Redmi K20 ফোনের স্পেসিফিকেশান

এই রেডমি K20 ফোনটিতে আছে 6.39 ইঞ্চির AMOLED অলওয়েজ অন ডিসপ্লে আর এই ফোনে আছে HDR সাপোর্ট। আর এই ফোনটি 7th জেনারেশানের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার যুক্ত। আর ফোনে আছে ডার্ক মোড, রিডিং মোড। আর এই ফোনের ব্যাকে আছে 3D কার্ভড গ্লাস আর যা কর্নিং গোরিলা গ্লাস 5 য়ের প্রোটেকশান যুক্ত।

ফোনে আছে স্ন্যাপড্র্যাগন 730 আর এই ফোনে আছে একটি 4000mAh য়ের ব্যাটারি যা 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে। আর এই ফোনে আপনারা 20MP র পপ আপ সেলফি ক্যামেরা পাবেন আর ফোনে আছে প্যানোরমা সেলফি সহ একাধিক AI সিন রেকগজেশান।

ফোনে এর সগে আছে ট্রিপেল রেয়ার ইয়ামেরা যা 48MP র মেন ক্যামেরা সগে 13MP র আল্ট্রা ওয়াইড ক্যামেরা আর 8MP র আর একটি ক্যামেরা দেয়।

Redmi K20 র এই ফোনে আছে USB Type C পোর্ট।

Connect On :