ভারতে 48MP ক্যামেরার সঙ্গে এল ওপ্পোর নতুন RENO 2 সিরিজের একাধিক ফোন

Updated on 29-Aug-2019
HIGHLIGHTS

ফোনের প্রাথমিক দাম 29,990 টাকা

সেপ্টেম্বর থেকে ফোনের সেল শুরু হবে

Reno 2F য়ের দাম জানা জায়নি

অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনার অবশান ঘটিয়ে ভারতে এল ওপ্পোর নতুন রেনো সিরিজের ফোন। আর এই ফোনে আছে শার্ক পপ আপ ক্যামেরা আর হাই ভেরিয়েন্টের হাইব্রিড 10X জুম। আর এবার কয়েক মাস পরে এলো কোম্পানির নতুন Reno 2 ফোন আর সঙ্গে নতুন ভেরিয়েন্টে এসেছে।

গত কাল ওপ্পোতাদের ইভেন্টে Reno 2, Reno 2Z আর Reno 2F ফোন গুলি লঞ্চ করেছে আর তিনটি স্মার্টফোনই কোয়াড ক্যামেরার সঙ্গে এসেছে। তিনটি ফোনে ক্যামেরা 48MP সেন্সারের। আর এর সঙ্গে এই ফোনের তিনটি ভেরিয়েন্টেই আপনারা একই রকমের ডিজাইন, গেম বুস্ট 3.0 মোড, গেম স্পেস, 3.5mm জ্যাক, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, টাইপ C পোর্ট, VOCC 3.0, ফ্ল্যাশ চার্জিং আর 4000mAh য়ের ব্যাটারি আছে আর এটি অ্যান্ড্রয়েড 9 পাই নির্ভর কালার OS 6.1 য়ে কাজ করে।

Reno 2, Reno 2 Z আর Reno 2F ফোনের দাম

এই তিনটি ফোনই একটি করে ভেরিয়েন্টে এসেছে। Reno 2 ফোনের দাম 36,990 টাকা, Reno 2Z ফোনের দাম 29,990 টাকা রাখা হয়েছে। আর Reno 2F ফোনটির দাম জানা জায়নি তবে এই ফোনটি নভেম্বর মাসে বিক্রি করা হবে।

তিনটি ভেরিয়েন্টই আলাদা আলাদা ডেটে বিক্রি করা হবে। Reno 2 ফোনটি 20 সেপ্টেম্বর বিক্রি করা শুরু হবে আর সেখানে Reno 2Z ফোনটি 6 সেপ্টেম্বর বিক্রি করা হবে আর Reno ফোনের সেল ফ্লিপকার্টে হবে।

Oppo Reno 2 ফোনের স্পেসিফিকেশান

Oppo Reno 2 এই সিরিজের হায়েস্ট ভেরিয়েন্ট এটি 6.5 ইঞ্চির ডিসপ্লে AMOLED স্ক্রিন যুক্ত আর এই ফোনে আপনারা ওপ্পো E3 সানলাইট স্ক্রিন পাবেন। আর এই ডিসপ্লের অ্যাস্পেক্ট রেশিও 20:9। আর এই ফোনের ফ্রন্টে কর্নিং গোরিলা গ্লাস 6 য়ের প্রোটেকশান দেওয়া হয়েছে। আর এই ফোনের ব্যাকে 5th জেনারেশানের গোরিলা গ্লাস প্রোটেকশান দেওয়া হয়েছে।

Oppo Reno 2 ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 730 SoC পাবেন আর এর সঙ্গে এই ফোনে আছে 8GB র‍্যাম আর 256GB র স্টোরেজ ভেরিয়েন্ট। এই ফোনটিতে কোয়াড ক্যামেরা দেওয়া হয়েছে আর এর একটি 48MP র সোনি IMX586 সেন্সার যুক্ত। আর এই ফোনে আপনারা অপ্টিকাল আর ইলেক্ট্রনিক ইমেজ পাবেন আর এই ফোনের দ্বিতীয় ক্যামেরা 13MP র টেলিফটো লেন্স আর ফোনের তৃতীয় ক্যামেরা 8MP র ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেয় আর এই ফোনের চতুর্থ ক্যামেরা 2MP র ক্যামেরা দেয়। আর এই ফোনে আপনারা ক্যামেরাতে 5X হাইব্রিড জুম পাবেন আর এটি আল্ট্রা ডার্ক মোড আর আল্ট্রা স্টেরিও ভিডিও সাপোর্ট করে।

ফোনের ফ্রন্টে সেলফির জন্য একটি 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে আর এটি একটি সফট ফ্ল্যাশ যুক্ত। এই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন আর এটি VOCC 3.0 সাপোর্ট করে।

Oppo Reno 2Z আর Reno 2F ফোনের স্পেসিফিকেশান

আর এই ফোনের পরের দুই ভেরিয়েন্ট Reno 2Z আর Reno 2F ফোনে আপনারা যথাক্রমে মিডিয়াটেক P90 আর মিডিয়াটেকি P70 পাবেন। আর এর সঙ্গে আপনারা এই ফোনে 8GB র‍্যাম পাবেন আর Reno 2Z ফোনে পাবেন 256GB র স্টোরেজ আর Reno 2F ফোনে 128GB র স্টোরেজ। আর Reno 2Z ফোনে আপনারা ব্লুটুথ 5.0 সাপোর্ট পাবেন আর সেখানে Reno 2F ফোনে ব্লুটুথ 4.2 র সাপোর্ট পাবেন।

Reno 2Z ফোনটি আর Reno 2F ফোনে আছে 6.53 ইঞ্চির AMOLED ডিসপ্লে আর এই ফোনের ফ্রন্টে আর ব্যাকে 5th জেনারেশানের গোরিলা গ্লাস দেওয়া হয়েছে।

Reno 2Z আর Reno 2F ফোনে আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন আর এর সঙ্গে এই ফোনে 48MP র প্রাইমারি সেন্সার 8MP আর দুটি 2MP র সেন্সার আছে।

Reno 2Z ফোনে আপনারা সোনি IMX 586 ক্যামেরা পাবেন আর এটি আল্ট্রা ডার্ক মোড আর আল্ট্রা স্টিরিও ভিডিও মোডের আর সেখানে Reno 2F ফোনে স্যামসাং GM 1 সেন্সার দেওয়া হয়েছে আর এর সঙ্গে এটি আল্ট্রা 2.0 সাপোর্ট করে। আর দুটি ফোনেই ইলেক্ট্রনিক স্টেবিলাইজেশান সাপোর্ট আছে আর দুটি ফোনের ফ্রন্টে 16MP র সেলফি ক্যামেরা দেওয়া হেয়ছে আর এটি Ai বিউটি মোড সাপোর্ট করে।

Connect On :