Reliance LYF C451 4G VoLTE স্মার্টফোনটি লঞ্চ হল, দাম Rs 4,999

Reliance LYF C451 4G VoLTE  স্মার্টফোনটি লঞ্চ হল, দাম Rs 4,999
HIGHLIGHTS

এই ফোনটির স্টোরেজকে মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যায়

Reliance LYF C451 স্মার্টফোনটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে। এর দাম Rs 4,999। এটিকে কোম্পানির ওয়েবসাইটে কানেক্ট সিরিজে লিস্ট করা হয়েছে। এটি হোয়াইট রঙে পাওয়া যাচ্ছে। এটি রিলায়েন্স ডিজিটাল স্টোর থেকে কেনা যাবে। আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট (১৬ আগস্ট)

Reliance LYF C451 ফোনটিতে FWVGA ডিসপ্লে আছে। এই ডিসপ্লের রেজিলিউশান 480×854 পিক্সাল। এই ডিসপ্লের পিক্সাল ডেনসিটি 218ppi। এটিতে 2D আসারী গ্লাসও আছে। এটি 1.3GHz কোয়াড-কোর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 210 MSM8909 প্রসেসার যুক্ত। এর র‍্যাম 1GB আর এতে অ্যাড্রিনো 304 GPUও দেওয়া হয়েছে। এরি অ্যান্ড্রয়েড 6.0.1 মার্শমেলো অপারেটিং সিস্টেমে কাজ করে। এটি 8GB রোম যুক্ত যা 128GB অব্দি মাইক্রো এসাডি কার্ড দিয়ে বাড়ানো যায়।

এর সঙ্গে এই ফোনে 2800mAh এর ব্যাটারি আছে। এটি একটি 4G VoLTE ফিচার যুক্ত ফোন। এতে 5MP’র অটো ফোকাস রেয়ার ক্যামেরা আছে। রেয়ার ক্যামেরার সঙ্গে LED ফ্ল্যাশ আছে। আর এর ফ্রন্ট ক্যামেরাটি 2MP’র।

আজকের সেরা ডিল নিয়ে এল ফ্লিপকার্ট (১৬ আগস্ট)

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo