রিলায়েন্স জিওফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে?
By
Aparajita Maitra |
Updated on 25-Jul-2017
HIGHLIGHTS
মনে করা হচ্ছে জে এই ফিচারফোনটি দুটি প্রসেসার আর ভেরিয়েন্টে আসবে, একটি কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 205 আর দ্বিতীয়টি Spreadtrum প্রসেসার যুক্ত হবে
গত সপ্তাহে রিলায়েন্স তাদের 4G VoLTE ফিচারফোনটি নিয়ে এসেছিল। এই ফোনটি জিওফোন নামে পরিচিত হবে। এবার খবর পাওয়া গেছে যে এই ব্র্যান্ডটি অক্টোবরে এর ডুয়াল সিম ভেরিয়েন্ট নিয়ে আসবে। তবে অনুমান করা হচ্ছে যে, যে ফোনটি আগস্ট মাসে লঞ্চ হবে সেটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে, এটি দুটি প্রসেসারের সঙ্গে আসবে।
মনে করা হচ্ছে জে, এই ফোনের একটি ভেরিয়েন্ট কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 205 চিপস্টেক যুক্ত হবে, আর এর দ্বিতীয় ভেরিয়েন্টটি Spreadtrum প্রসেসার যুক্ত হবে।
আসলে এই খবরটি কোয়াল্কম ইন্ডিয়ার টুইট থেকে জানা গেছে, “আমরা আনন্দিত যে আমরা জিওফোনের সঙ্গে একসাথে কাজ করছি, এটি 205 যুক্ত হবে”। বলে রাখি যে Spreadtrumও দাবি করেছে যে জিওফোন তাদের প্রসেসার ব্যবহার করবে।
আপনাদের বলে রাখি যে, রিলায়েন্স জিও অফিসিয়ালি এই বিষয়ে কিছু জানায়নি যে জিওফোনে কোন কোম্পানির প্রসেসার থাকবে।