RELIANCE জিও জিওফোন লাইটের ওপরে কাজ করছে?

Updated on 30-Dec-2019
HIGHLIGHTS

জানা গেছে যে রিলায়েন্স জিও তাদের জিওফোন লাইটের ওপরে কাজ করছে

এটি ইন্টারনেট সাপোর্ট যুক্ত হবে না

এর সঙ্গে এও জানা গেছে যে এই ফোনটি 500 টাকায় ভারতে আসবে

পরবর্তী রিলায়েন্স জিওর ফোন কোন রকম ইন্টারনেট সাপোর্ট ছাড়া আসতে পারে। যদি আমরা অনলাইনের একটি রিপোর্ট দেখি তবে কোম্পানি একটি ফিচার ফোনের ওপরে কাজ করছে। আর এই ফোনটি কলিং ফেসিলিটির জন্য আছে যা জিও ফোন আর জিও ফোন 2 য়ের মতন না এই দুটি ফোন মুলত ইন্টারনেট সাপোর্ট যুক্ত ফিচার ফোন হিসাবে আনা হয়েছিল। আর এই ফোনে কোম্পানি শুধু 4G নেটওয়ার্কে লঞ্চ করেছিল। আর এবার এই ফিচার ফোনে যা কাজ করা হচ্ছে তা কলিংয়ের কথা মাথায় রেখেই করা হচ্ছে।

রিলায়েন্স জিওফোন লাইটের বিষয়ে যা জানা গেছে

মনে করা হচ্ছে যে কোম্পানি রিটেলারদের মধ্যে একটি সার্ভে কন্ডাক্ট করে  আর এর মধ্যে কলিং ফিচার ফোনের বিষয়ে দাবি ছিল। আর এই ফোনে ইন্টার নেট নেই আর এই ফোনটিকে জিওফোন লাইট বলা হতে পারে। আর এই ফণটি কিছু গ্রাহকরা ব্যাবহার করবেন। রিলায়েন্স জিওর তরফে বলা হয়েছে যে 500 মিলিয়ান ফিচার ফোন গ্রাহক আছেন।

এই ফিচার ফোনের দাম এখনও জনা না গেলেও বলা হচ্ছে যে জিও ফোন লাইট 400-500 টাকার মধ্যে লঞ্চ করা হতে পারে। আর এখানে আপনাদের জানিয়ে রাখি যে এই ফোনের দাম 399 টাকা হতে পারে আর এর সঙ্গে এই ফোনে 50 টাকার প্যাক আসতে পারে।

Connect On :