এর সঙ্গে ইউজার্সরা Jio র প্রত্যেক Rs.309 এর রিচার্জের সঙ্গে 10GB ফ্রি ডাটাও পেতে পারে
LG ভারতে LG G6 স্মার্টফোন নিয়ে এসছে. ভারতে এই ফোনের দাম Rs.51,990. কোম্পানির সঙ্গে রিলায়েন্স জিও টাইআপ করেছে. এই টাইআপে LG G6 কিনলে ইউজার্স খুব ভাল একটি অফার পাচ্ছেন.
রিলায়েন্স জিও ইউজার্সরা LG G6 এর সঙ্গে 100GB 4G ডাটাও পাবে. এটি 100GB ডাটা মার্চ 2018 অব্দি পাওয়া যাবে. কোম্পানি জানিয়েছে যে যখনই LG G6 এ জিও সিম লাগাবে তারা 100GB ফ্রি ডাটা পাবে.
যেসমস্ত জিও ইউজার্সরা LG G6 কিনবেন তারা এর সঙ্গে Rs.309 এর রিচার্জে 10GB ডাটা ফ্রি পাবে. তারা এই 10GB ডাটা মার্চ 2018 অব্দি ফ্রি পাবে. LG G6 আগামী কাল থেকে অ্যামাজন ইন্ডিয়াতে সেলের জন্য পাওয়া যাবে.
এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 821 প্রসেসার আছে, এই ডিভাইসে র্যাম 4GB আর এর স্টোরেজের জন্য ডিভাইসে 32 আর 64GB স্টোরেজ অপশন পাওয়া যাচ্ছে যাকে 2TB অব্দি বাড়ানো সম্ভব.
এই ডিভাইসে ক্যামেরা 13 মেগাপিক্সালের. এই ডিভাইসে ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সালের. এই ডিভাইসে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেম উপস্থিত আছে. এছাড়া এই ডিভাইসটি গুগল অ্যাসিস্টেন্স ফিচার যুক্ত.
এই ডিভাইসে 3300mAh এর ব্যাটারি আছে যা কুইক চার্জ 3.0 সাপোর্ট করে. ব্যটারিকে সুরক্ষিত রাখার জন্য LG এই ডিভাইসে হিট পাওয়ার ইনস্টল করেছে যা কনডক্টার দিয়ে তৈরি.