তাহলে কি এইটা রিলায়েন্স জিও’র 1500 টাকার VoLTE ফিচর ফোন?
কয়েকদিন ধরেই কথা ছড়িয়েছে যে রিল্যায়েন্স জিও বাজারে আনতে চলেছে ৪জি VoLTE সার্পোট-সহ একটি ফিচার ফোন৷ ফোনটির মূল্য ৯৯৯ থেকে ১,৫০০ টাকা৷
জলের দরে ডেটার পর এবার হাতে হাতে স্মার্টফোন। জিও পরিষেবা সবার কাছে পৌঁছে দিতে, সবার সাধ্যের মধ্যে নতুন ৪জি VoLTE ফোন নিয়ে আসার কথা ঘোষণা করে রিলায়েন্স জিও। কয়েকদিন ধরেই গুজব ছড়িয়েছে যে রিল্যায়েন্স জিও বাজারে আনতে চলেছে ৪জি VoLTE সার্পোট-সহ একটি ফিচার ফোন৷ ফোনটির মূল্য ৯৯৯ থেকে ১,৫০০ টাকা৷ নতুন এই ফোনের মাধ্যমে খুব সহজেই গ্রাহকরা উপভোগ করতে পারবেন বিভিন্ন জিও পরিষেবা। তবে বাজারে লঞ্চ হওয়ার আগেই ফোনের একটি ছবি ফাঁস হয়ে গিয়েছে৷
ছবিতে ফোনের ফিচার সম্বন্ধে কিছু জানানো হয়নি৷ তবে ছবিতে দেখা যাচ্ছে, ফোনটিতে ডিসপ্লে ও কিবোর্ডের মাঝে ৪টি বাটন রয়েছে। এর মাধ্যমে পাওয়া যাবে মাই জিও, জিও টিভি, জিও সিনেমা ও জিও মিউজিক পরিষেবা। ফোনটিতে কোনও টাচস্ক্রিন নেই৷ এই হ্যান্ডসেটের সঙ্গে মিলবে ফ্রি ফোর-জি ভয়েস কল অফার।
আরও দেখুন : ইলেক্ট্রিক কার এর ইতিহাস জানতে দেখুন এই ভিডিও।
লঞ্চ করার পর থেকেই রিলায়েন্স জিও ভারতের ইন্টারনেট পরিষেবা ও টেলিকম দুনিয়ায় বিপ্লব এনেছে৷ গত কয়েক মাসে ভারতের স্মার্টফোন ব্যবহারকারীদের দুনিয়া বদলে গিয়েছে৷ জিও-এর ফোর জি ইন্টারনেটের বিঘ্নহীন পরিষেবায় আপ্লুত গ্রাহকরা৷ ফ্রিতে ভয়েস কল ও ৪জি ডেটার অফার নিয়ে আসার পর থেকেই মানুষের মধ্যে শোরগোল পড়ে গিয়েছিল জিও নিয়ে৷
তবে এই কোনও পরিষেবায় ফিচার ফোনে পাওয়া যাবে না৷ এখনও ভারতে বেশিরভাগ মানুষ ফিচার ফোন ব্যবহার করে থাকেন৷ কিন্তু জিও সিম ব্যবহার করতে গেলে স্মার্টফোন থাকা বাধ্যতামূলক৷ তবে কম দামী ফোর-জি ফিচার ফোন বাজারে চলে এলে যাঁরা স্মার্টফোন ব্যবহার করেন না, তাঁরাও জিও-র ফ্রি ভয়েস কলের অফার পাবেন।
আরও দেখুন : ২৫৬ জিবি মেমরি স্টোরেজ, ৬ জিবি RAM নিয়ে বাজারে আসছে নোকিয়া P1, MWC 2017 তে হতে পারে লঞ্চ
আরও দেখুন : ৩১ মার্চের পর আরও তিন মাস ‘ফ্রি’ 4G ডেটা দেবে জিও
Team Digit
Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile