জিওনি স্মার্টফোনের সঙ্গে পাওয়া যাচ্ছে রিলায়েন্স জিওর ফ্রি ডাটা

জিওনি স্মার্টফোনের সঙ্গে পাওয়া যাচ্ছে রিলায়েন্স জিওর ফ্রি ডাটা
HIGHLIGHTS

সম্প্রতি সাওমিও রিলায়েন্স জিওর সঙ্গে এরকম ধরনের একটি অফার নিয়ে এসেছিল

জিওনির কিছু বাছাই করা স্মার্টফোন কিনলে রিলায়েন্স জিও 60GB ডাটা ফ্রি দেবে। এই অফারটি 16 জুনের পরে জিও-জিওনি অ্যাডিশেনাল ডাটা অফারে 6টি রিচার্জ সার্কেলে ডাটা ফ্রি দেবে। এর সঙ্গে জিওনি ফোনের সঙ্গে Paytm ক্যাশব্যাক (Rs. 500)ও পাওয়া যাচ্ছে।

এই অফারটির নাম জিও-জিওনি অ্যাডিশেনাল ডাটা রাখা হয়েছে। এই অফারটি 16 জুনের পরে কেনা জিওনি ফোনের সঙ্গে পাওয়া যাবে। তবে আলাদা আলাদা ফোনের সঙ্গে আলাদা আলাদা ধরনের ডাটা পাওয়া যাবে। এতে Paytm ক্যাশব্যাকও আলাদা আলাদা ফোনের সঙ্গে আলাদা আলাদা মুল্যে পাওয়া যাবে।

সম্প্রতি সাওমিও রিলায়েন্স জিওর সঙ্গে এই ধরনের একটি অফার নিয়ে এসেছিল। এই অফারে সাওমির কিছু বাছাই করা স্মার্টফোনের সঙ্গে রিলায়েন্স জিও এক্সট্রা 30GB ডাটা দিচ্ছে।

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo