Reliance Jio 4G VoLTE ফিচার ফোনের স্পেসিফিকেশন লিক হল, তাড়াতাড়ি ফোনটি লঞ্চ হতে পারে
এই নতুন রিপোর্টে এও বলা হয়েছে যে, জিও তাড়াতাড়ি তাদের ফিচার ফোনের দুটি নতুন মডেল নিয়ে আসবে
Reliance Jio প্রথম থেকেই টেলিকম বাজারে হৈচৈ ফেলে দিয়েছে। বিগত বেশ কিছু সময় ধরে খবর পাওয়া যাচ্ছে যে, কোম্পানি খুব তাড়াতাড়ি বাজারে তাদের একটি 4G VoLTE ফিচার ফোন নিয়ে আসবে, যা খুব সস্তা হবে। আসলে এবার এই ফিচার ফোনটির স্পেসিফিকেশন সামনে এসেছে। তবে এর আগেও এই ফিচার ফোনটির বেশ কিছু স্পেসিফিকেশন লিক হয়েছে।
এবারের পাওয়া এই টাটকা রিপোর্টে Reliance Jio’র 4G VoLTE ফিচার ফোনের বেশ কিছু স্পেক্সের খবর সামনে এসেছে। রিপোর্ট অনুসারে এই ফোনটিতে 2.4-ইঞ্চির ডিসপ্লে থাকবে এর সঙ্গে এতে স্প্রেডেট্ম আর কোয়াল্কম প্রসেসার থাকবে। বলে রাখি যে কোয়াল্কম সম্প্রতি 205 প্ল্যাটফর্ম নিয়ে এসেছে।
এর সঙ্গে এই নতুন রিপোর্টে এও বলা হয়েছে যে জিও খুব তাড়াতাড়ি তাদের ফিচার ফোনের দুটি নতুন মডেল বার করবে। দুটিতেই 512MB’র র্যাম আর 4GB’র ইন্টারনাল স্টোরেজ থাকবে। দুটির স্টোরেজকেই মাইক্রোএসডি কার্ড দিয়ে বাড়ানো যাবে। এই ফোনে 2MP’র রেয়ার ক্যামেরা আর একটি VGA ফ্রন্ট ক্যামেরা থাকবে।