এবার বিনামূল্যে আপনার বাড়িতে পৌঁছে যাবে JIO-র 9টি সিম

Updated on 22-Nov-2016
HIGHLIGHTS

জিও-র জনপ্রিয়তা দেখে গ্রাহকদের বাড়িতে জিও সিম বিনামূল্যে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিল্যায়েন্স৷

প্রায় দু’মাস কেটে গিয়েছে৷ তবুও রিল্যায়েন্স জিও-র ওয়েলকম অফার নিয়ে মানুষের উৎসাহে কোনও খামতি পড়েনি৷ জিও-র জনপ্রিয়তা দেখে গ্রাহকদের বাড়িতে জিও সিম বিনামূল্যে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রিল্যায়েন্স৷ লঞ্চ হওয়ার পর থেকেই জিও-র চাহিদা বেড়েই চলেছে৷ বিনামূল্যে 4G ডেটা ও ভয়েস কলের পরিষেবা পেতে সকলে এখন জিও ব্যবহার করতে চায়৷

সংস্থার তরফে জানানো হয়েছিল, ডিসেম্বর মাসের 31 তারিখ পর্যন্ত জিও-র গ্রাহকরা সমস্ত পরিষেবা-ডেটা, লোকাল ও এসটিডি ভয়েস কল, রোমিং ও এসএমএস উপভোগ করতে পারবেন ফ্রিতে৷

আরও দেখুন : 2017 সালে ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করবে নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন

আপাতত জিও-সিম পাওয়া যাচ্ছে রিল্যায়েন্স ডিজিটাল, ডিজিটাল এক্সপ্রেস ও মিনি স্টোরগুলিতে৷ এতদিন পরও এই স্টোরের বাইরে সিম নেওয়ার জন্য লম্বা লাইন দেখতে পাওয়া যায়৷ আগামী দিনে 40 শতাংশ ভারতীয়কে হাইস্পিড ইন্টারনেট ও ভয়েস পরিষেবা দেওয়ায় সংস্থার মূল উদ্দেশ্য৷

শুরুতে দিল্লি, মুম্বই, চন্ডিগড়, হায়দরাবাদ, জয়পুর, কোলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, পুণে ও বিশাখাপত্তনম শহরগুলিতে জিও সিম ফ্রিতে হোম ডেলিভারি করা হবে৷

বাড়িতে জিও সিম পেতে সংস্থার ওয়েবসাইটে গিয়ে রেজিষ্টার করতে হবে৷ জিও-র কর্মচারীরা আপনার সঙ্গে কথা বলে আপনাকে জানিয়ে দেবেন আপনার বাড়িতে কবে সিমটি পৌঁছে যাবে৷ এরপর জিও-প্রতিনিধিরা আপনার বাড়িতে পৌঁছে যাবে এবং অপনাকে সিম দিয়ে যাবেন৷

একবারে আপনি ৯টি সিম নিতে পারবেন ৷ কিন্তু এর জন্য আপনার কাছে ন’টি এমন স্মার্টফোন থাকতে হবে যাতে 4G LTE থাকবে ৷ কারণ একটি মোবাই থেকে কেবল একটি কোডই জেনারেট করা যাবে ৷ এর জন্য আপনাকে আধার কার্ড দেখাতে হবে৷

আরও দেখুন : মাত্র 17 টাকায় 1GB ডেটা দিছে এয়ারটেল

আরও দেখুন : সস্তায় নতুন LYF Wind 7i 4G স্মার্টফোন আনল রিলায়েন্স, অ্যান্ড্রয়েড মার্শমেলো দিয়ে সজ্জিত করা

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India!

Connect On :