Realme 2 Pro স্মার্টফোনটির বেস ভেরিয়েন্টের দাম 13,990 টাকা আর এই ফোনটির প্রথম ফ্ল্যাশ সেল ফ্লিপকার্টে 11 অক্টোবড় হবে
বেশ কিছু দিন ধরে চারদিকে হৈচৈ ফেলে রাখার পরে এবার ভারতে এল Relme র নতুন স্মার্টফোন Realme 2 Pro। এই ফোনটির সঙ্গে কোম্পানি আরও একটি ফোনের কথা জানিয়েছে। নতুন Realme 2 Pro ফোনটি কুরিহাজার টাকার মধ্যে ফোনের ক্যাটাগরিতে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি ভারতে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
Realme 2 Pro ফোনের প্রাথমিক দাম 13,999টাকা। এটি এর বেস ভেরিয়েন্টের দাম আর এর সঙ্গে এই ফোনের আরও দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে। আর এর টপ ভেরিয়েন্টটি ভারতে 17,999 টাকায় এসেছে। ফোন গুলি যেমন বলা হয়েছিল তেমনি ফ্লিপকার্ট এক্সক্লিউশিভ হিসাবে লঞ্চ করা হয়েছে। এই ফোনটি ওয়াটার ড্রপ নচের সঙ্গে লঞ্চ করা হয়েছে।
Realme 2 Pro ফোনের ফিচার্স আর স্পেসিফিকেশান
Relame তাদের নতুন ফোন Realme 2 Pro ফোনটি আজকে ভারতে লঞ্চ করেছে। এই ফোনে একটি 6.3 ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এর সঙ্গে এই ফোনের রেজিলিউশান 2340×1080 পিক্সাল। আর এই ফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 AI চিপ দেওয়া হয়েছে আর এর সঙ্গে এই ফোনটি তিনটি ভেরইয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর তিনটি ভেরিয়েন্ট হল 4GB/64GB, 6GB/64GB আর 8GB/128GB। আর এই ফোনের প্রাথমিক দাম 13,990 টাকা।
আমরা যদি এই সদ্য লঞ্চ হওয়া ফোনের ক্যামেরার দিকটি দেখি তবে দেখা যাবে যে এই ফোনে 16MP র ক্যামেরা ফ্রন্ট আর রেয়ারে দেওয়া হয়েছে। আর এই ফোনে রেয়ারে 16MP র ক্যামেরার সঙ্গে একটি 2MP র ক্যামেরাও আছে।আর এর সঙ্গে ফোনটিতে একটি 3,500mAH য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।
Realme 2 Pro স্মার্টফোনের দাম
এই ফোনটি ভারতে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। Realme 2 Pro স্মার্টফোনের বেস ভেরিয়েন্ট মানে 4GB/64Gb র দাম 13,990 টাকা আর এই ফোনের দ্বিতীয় ভেরিয়েন্ট 6GB/64GB র দাম 15,990 টাকা আর এর সব থেকে হাই এন্ড ভেরিয়েন্ট 8GB/128GB র দাম 17,990 টাকা। আর এই ফোন গুলির ফ্ল্যাশ সেল ফ্লিপকার্টে 11অক্টোবর হবে।