2GUD য়ে পান দারুন কমে Refurbished মোবাইল ফোন

Updated on 01-Aug-2019
HIGHLIGHTS

এটি ফ্লিপকার্টের Refurbished সাইট

এখানে ফ্লিপকার্টের নিশ্চয়তা পাওয়া যাবে

এখানে দশ দিনের রিপ্লেসমেন্ট পলিসিও আছে

ভারতের ইকমার্স সাইটের মধ্যে অন্যতম জনপ্রিয় হল ফ্লিপকার্ট আর এবার তারা 2GUD নামে একটি  Refurbished সাইট খুলেছে। এখান আপনারা কম দামে দারুন সব প্রোডাক্ট কিনতে পারবেন। আর যদি ভাবছেন যে  Refurbished এই জিনিস গুলি কেমন হবে? বা এদের গ্যারেন্টিই বা কি তবে আপনাদের জানিয়ে রাখি যে এখানে আপনারা ফ্লিপকার্টে যা যা সুবিধা পান আর যে নিশ্চয়তা পান তা সবই পাবেন।

হ্যাঁ দশদিনের রিপ্লেসমেন্ট থাকবে, এই জিনিস গুলি হয়ত খুব কম সময়ে ব্যাবহার করা হয়েছে, বা এগুলি খুলে অল্প একটু ব্যাবহার করেই ফিরিয়ে দেওয়া হয়েছে। আর এছাড়া এই সব প্রোডাক্ট গুলিতে কোন সমস্যা নেই। তাই এবার ফ্লিপকার্টের নিশ্চয়তার সঙ্গে  Refurbished প্রোডাক্ট নিয়ে আসছে 2GUD।

এখানে আপনারা অনেক দামি প্রোডাক্ট অনেক কম দামে পাবেন। আর আজকে আমরা এখানে এই ধরনের কিছু রিফারবিশড ফোনের ডিল আপনাদের জন্য নিয়ে এসেছি, আসুন তবে এই সব প্রোডাক্ট গুলি আর তার ডিল দেখে নেওয়া যাক।

Apple iPhone 7

এই তালিকায় প্রথমেই আমরা যে ফোনটির নাম করব তা হল অ্যাপেলের আইফোন 7। এটি একটি অ্যাপেল প্রোডাক্ট আর এটি এখানে আপনারা 128GB ভেরিয়েন্টে মাত্র 24,970 টাকায় কিনতে পারবেন। আর আপনারা জানেন যে এই প্রোডাক্টের দাম এমনিতে 59,999 টাকা। এটি আপনারা অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবাহার করে যেমন 5% য়ের আরও ডিস্কাউন্ট পেতে পারেন তেমনি EMI তেও কিনতে পারবেন। এখান থেকে কিনুন।

OnePlus 6

আপনারা এই ওয়ানপ্লাসের ফোনটি যদি আপনারা এখান থেকে কেনেন তবে 8GB র‍্যাম আর 128GB স্টোরেজের এই ফোনটি আপনারা এখানে মাত্র 28,999 টাকায় কিনতে পারবেন। আর এই ফোনে আপনারা এমনিতে কিনলে 39,999 টাকা মতন দাম হবে। ফোনটিতে একটি 6.28 ইঞ্চির ডিসপ্লে আছে ফোনের ফ্রন্টে নচে 16MP র ক্যামেরা দেওয়া হয়েছে। এখান থেকে কিনুন।

LG G7+ ThinQ

আপনারা এই এলজির ফোনটি এখানে মাত্র 19,990 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম এখানে 55,000 টাকা বলা হয়েছে। এই ফোনটি এখানে আপনারা 6GB র‍্যাম আর 128GB স্টোরেজে কিনতে পারবেন। এই ফোনে 6.1 ইঞ্চির ডিসপ্লে আছে আর কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 845 যুক্ত এই ফোনে আছে 3000mAh য়ের ব্যাটারি। এখান থেকে কিনুন।

OPPO F7

এই ওপ্পোর ফোনটি আপনারা এখানে মাত্র 11,599 টাকায় কিনতে পারবেন, আর এর আসল দাম এখানে 26,500 টাকা বলা হয়েছে। আর এই ফোনের 4GB র‍্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্ট এখানে কেনা যাবে। ফোনে 3400mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনের EMI 386 টাকা থেকে শুরু হচ্ছে। এখান থেকে কিনুন।

Sony Xperia XA1 Plus

আপনারা এখানে এই সোনির ফোনটি মাত্র 15,499 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 23,999 টাকা বলা হয়েছে। এটি আপনারা এখানে 4GB র‍্যাম আর 32GB স্টোরেজে কিনতে পারবেন। এতে 5.5 ইঞ্চির ডিসপ্লে আছে। আর এই ফোনে মিডিয়াটেক হেলিও P20 অক্টা কোর প্রসেসার আছে। আর এই ফোনে আপনারা 3430 mAh য়ের ব্যাটারি পাবেন। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারের পরিবর্তন দেখা যেতে পারে, সাইটে ডিভাইসের দাম আর অফারের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

Connect On :