Redmi Y3 ফোনটি অনলাইনে দেখা গেছে, খুব তারতারি লঞ্চ হতে পারে

Redmi Y3 ফোনটি অনলাইনে দেখা গেছে, খুব তারতারি লঞ্চ হতে পারে
HIGHLIGHTS

শাওমি তাদের Redmi Y সিরিজের নতুন ফোন Wi-Fi অ্যালায়েন্স (WFA) সার্টিফিকেশান পেয়েছে, আর এই ফোনটি Redmi Y3 হতে পারে

হাইলাইট

  • Redmi Y2 র জায়গা নেবে
  • অ্যান্ড্রয়েড 9.0 পাই নির্ভর MIUI 10 যুক্ত হবে
  • বছরের দ্বিতীয় কোয়াটারে আসতে পারে

 

Xiaomi 2017 সালে তাদের Redmi Y সিরিজের ফোন নিয়ে এসেছিল। Redmi Y সিরিজে ফোনের সস্তা দামের মিড রেঞ্জ স্পেসিফিকেশানের সঙ্গে এসেছে। আর এবার মনে হচ্ছে যে 2019 সালে কোম্পানি তাদের Redmi Y সিরিজের নতুন ফোনের ওপরে কাজ করছে। গত বছর লঞ্চ হওয়া Redmi Y2 ফোনের জায়গা নেবে। আর চিনে এই ফোনটি Redmi S3 নামে লঞ্চ করা হতে পারে। আর ভারতে ও অন্যান্য বাজারে ফোনটি Redmi Y3 নামে আসতে পারে। আর এই ডিভাইসে Wi Fi অ্যালায়েন্স (WFA) থেকে Wi Fi সার্টিফিকেশানে সঙ্গে আসতে পারে।

Wi Fi সার্টিফিকেশানের থেকে জানা গেছে যে এই ফোনটি Xiaomi Redmi Y3 Wi-Fi 802.11 b/g/n কানেক্টিভিটি সাপোর্ট করবে আর লেটেস্ট অ্যান্ড্রয়েড 9.0 পাই নির্ভর MIUI 10 য়ে কাজ করবে। MSP এই ফোনটির মডেল নম্বর  M1810F6G য়েওর সঙ্গে স্পট করেছে। আর গুজব অনুসারে এই ফোনটি 2019 সালের সেকন্ড কোয়াটারে লঞ্চ করা হতে পারে।

Redmi Y2 র স্পেসিফিকেশান

Redmi Y2 ফোনটিতে 5.99 ইঞ্চির ডিসপ্লে আছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9। আর এটি 720×1440 পিক্সাল রেজিলিউশানের। আর এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 প্রসেসার আছে, আর এর ব্যাটারি 3080mAh।

ক্যামেরা কথা যদি বলি তবে এই ডিভাইসের ব্যাকে 12MP আর 5MP ক্যামেরা আছে আর সেকন্ডারি ক্যামেরাটি ডেপথ সেন্সার হিসাবে দেওয়া হেয়ছে। আর এই ক্যামেরা ইলেক্ট্রনিক ইমেজ স্টেবিলাইজেশান EIS আর পোট্রেড মোড অফার করে। আর এই ডিভাইসের ফ্রন্টে একটি 16MP সেলফি ক্যামেরা আছে।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo