AI সেলফি ক্যামেরা আর স্ন্যাপড্র্যাগন 625 য়ের সঙ্গে Redmi Y2 স্মার্টফোনটি লঞ্চ হল
Xiaomi Redmi Y2 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিও নির্ভর MIUI 9.5 য়ে কাজ করে আর এই ডিভাইসের ব্যাটারি 3080mAh
বেশ কিছু দিন পরে Xiaomi Redmi Y2 স্মার্টফোনটি ভারতে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোনটি কিছু দিন আগে চিনে Redmi S2 নামে চিনে লঞ্চ হয়েছিল। আমরা এই ফোনের স্পেসিফিকেশান আপনাদের বলে রাখি এই ফোনটি মানে Redmi Y2 তে 5.99ইঞ্চির ডিসপ্লে আছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9 আর এটি 720×1440 পিক্সাল রেজিলিউশানের সঙ্গে লঞ্চ হয়েছে। এই ডিভাইসে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 625 চিপসেট আছে আর এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিওর সঙ্গে MIUI9.5 য়ে কাজ করে। আর এই ডিভাইসের ব্যাটারি 3080mAh.
এই নতুন ফোনটির ক্যামেরার বিষয়ে আমরা যদি কথা বলি তবে এই ফোনে ব্যাকে ডুয়াল 12MP আর 5MPর ক্যামেরা আছে আর এটি ফ্রন্টে সেলফির জন্য 16MPর ক্যামেরা দেওয়া হ্যছে। এই ফোনে সেলফি ক্যামেরার সঙ্গে সেলফি লাইট দেওয়া হয়েছে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইমেজ স্টেবিলাইজেশান আর পোট্রেট মোড সাপোর্ট করে।
এই ফোনে কানেক্টিভিটির জন্য 4G LTE, VoLTE, Wi-Fi 802.11b/gn/n, ব্লুটুথ 4.2 আর GPS দেওয়া হেয়ছে। এই স্মার্টফোনটির মেজারমেন্ট 160.73×77.26×8.1mm আর এর ওজন 170 গ্রাম। এই ডিভাইসে ইনফারেড সেন্সার আছে আর এই ডিভাইসে তিনটি কালার অপশানে পাওয়া যাবে। এতে এলিগেন্ট গোল্ড, রোজ গোল্ড, আর ডার্ক গ্রে কালারে পাওয়া যাবে।
এই স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে একটি ভেরিয়েন্টের র্যাম 3Gb আর স্টোরেজ 32GB আর এর দাম 9,999টাকা আর এর অন্য ভেরিয়েন্টেটি যা 4GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে তার দাম 12,999টাকা। আর এই ডিভাইসটি অ্যামাজনে এক্সক্লিউশিভ ভাবে 12জুন অ্যামাজনে মি ডট কম আর মি হোমে কেনা যাবে।
এই ডিভাইসটির প্রথম সেলে ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আর ডেবিট কার্ডের ডিভাইস কিনলে এতে 500টাকার ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাবে। আর এছাড়া এয়ারটেল ইউজার্সরা 1800 টাকার ক্যাশব্যাক আর 240GB এক্সট্রা ডাটার সুবিধা পাবে।