Amazon Great Festival Sale শুরু হওয়ার আগেই পুজোর মরশুমে ই-কমার্স জয়েন্ট নিয়ে এল Kickstarter Deal
সেল চলাকালীন SBI ডেবিট এবং ক্রেডিট কার্ড পেমেন্টে গ্রাহকদের 10 শতাংশ ছাড় অফার করা হবে
Kickstarter Deal সেলে Samsung, Nokia, Redmi এবং Xiaomi মতো ফোনের বেস্ট অফার পাবেন
Amazon Great Festival Sale শুরু হওয়ার আগেই পুজোর মরশুমে ই-কমার্স জয়েন্ট নিয়ে হাজির Kickstarter Deal। অ্যামাজন সাইটে Amazon Kickstarter Deal এর ঘোষনা করে দিয়েছে কোম্পানি। সেল চলাকালীন SBI ডেবিট এবং ক্রেডিট কার্ড পেমেন্টে গ্রাহকদের 10 শতাংশ ছাড় অফার করা হবে।
Amazon তার Great India Festival সেলের তারিখের ঘোষনা করে দিয়েছে। এই সেল 8 অক্টোবর থেকে শুরু হবে। আপনি যদি Amazon Sale এর আগেই ডিসকাউন্টে স্মার্টফোন কিনতে চান, তবে আমরা এই খবরে ই-কমার্স সাইটে পাওয়া Smartphones Deals সম্পর্কে বলবো। এই সেলে Samsung, Nokia, Redmi এবং Xiaomi মতো ফোনের বেস্ট অফার পাবেন। আসুন দেরি না করে জেনে নেওয়া যাক এই অফার সম্পর্কে…
Amazon Kickstarter Deal সেলে কোম্পানি Nokia G42 5G Smartphone দেদার ছাড় অফার করছে। অফারের কথা বললে এতে 21 শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ছাড়ের পর ফোনটি 15,999 টাকার বদলে 12,599 টাকায় লিস্ট করা হয়েছে।
নোকিয়া ফোনে 20W এর ফাস্ট চার্জিং সহ রয়েছে 6GB RAM এবং 128GB স্টোরেজ। এতে 50MP ট্রিপল রিয়ার AI ক্যামেরা দেওয়া। এই স্মার্টফোনটি 5000mAh এর ব্যাটারি দেওয়া।
Redmi ফোনটি 8GB RAM সহ Amazon Kickstarter Deal প্রায় অর্ধেক দামে বিক্রি করা হচ্ছে। ফোনটি 18,999 টাকার বদলে 11,248 টাকায় লিস্ট করা হয়েছে। অফার হিসেবে এতে আরও রয়েছে SBI কার্ডে 10 শতাংশ অতিরিক্ত ছাড়।
রেডমি ফোনে রয়েছে 8GB RAM এবং 128 জিবি স্টোরেজ। এতে 18W চার্জিং ফিচার সহ 6000mAh ব্যাটারি। ফোনে 6.7-ইঞ্চি ডিসপ্লে এবং রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.