প্রথম সেলে 300,000 ইউনিট বিক্রি হল REDMI NOTE 8 PRO

প্রথম সেলে 300,000 ইউনিট বিক্রি হল REDMI NOTE 8 PRO
HIGHLIGHTS

প্রথম সেলেই 300,000 ইউনিট বিক্রি

Redmi Note 8 Pro ফোনটি চিনে বিক্রি করা হয়েছে

গত মাসে চিনে শাওমি তাদের রেডমি ব্র্যান্ডের দুটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছিল এই দুটি ফোন হল- Redmi Note 8, Note 8 Pro। আর এই দুটি ফোন Redmi Note 7 আর Redmi Note 7 Pro ফোনের পরের জেনারেশানের ফোন।

রেডমি ব্র্যান্ডের জেনারেল ম্যানেজার  Lu Weibing প্ল্যান করে Redmi Note 8 Pro ফোনটি চিনে আগে বিক্রি করেন। আর এই ফোনটি প্রথম সেলে 300,000 ইউনিট বিক্রি করা হয়েছে।

স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্টে এসেছে। এই ফোনের 6GB/64GB র দাম 1,399 Yuan (~$195), 6GB/128GB র দাম 1,599 Yuan (~$223),  আর 8GB/128GB র দাম 1,799 Yuan (~$251)  রাখা হয়েছে।

আর এই রেডমি ফোনটিতে আপনারা একটি 6.53 ইঞ্চির স্ক্রিন পাবেন। আর এই ফোনটি 3D কার্ভড গ্লাস ডিসপ্লের সঙ্গে এসেছে। আর এই ফোনে আপনারা নতুন জেড গ্রিন কালার পাবেন। আর ফোনে আছে ডায়মন্ট কাট গ্রেড টেক্সচার। আর এর সঙ্গে এই ফোনে মিডিয়াটেক G90T গেমিং চিপসেট দেওয়া হয়েছে।

Redmi Note 8 Pro ফোনটিতে আপনারা একটি 64MP র ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ক্যামেরা f/1.7 অ্যাপার্চারের সঙ্গে এসেছে। আর এই ফোনে আপনারা একটি 20MP র ফ্রন্ট ক্যামেরা পাবেন। আর এই ফোনটিতে 4500mAh য়ের ব্যাটারি আছে।

সোর্সঃ

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo