শাওমির সাবব্র্যন্ড রেমডি এবার তাদের নতুন ফোন নিয়ে এসেছে। কোম্পানি তাদের Note 7 সিরিজের পরের জেনারেশানের ফোন এনেছে। এই সিরিজে কোম্পাই দুটি ফোন লঞ্চ করেছে। Redmi Note 8 Pro আর Redmi Not 8।
শাওমি রেডমি নোট 8 ফোনে আপনারা একটি 6.3 ইঞ্চির ডট নচ স্ক্রিন পাবেন আর এর সঙ্গে এই ফোনে আছে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 665 চিপসেট। আর এই ফোনের ব্যাকে আপনারা ক্যামেরা পাবেন। আর এই ফোনে 48MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে আপনারা একটি 8MP র আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাবেন। আর এর সঙ্গে এই ফোনে আপনারা একটি 2MP র ক্যামেরা পাবেন আর এর সঙ্গে এই ফোনে আপনারা 2MP র ডেপথ ক্যামেরা পাবেন। আর এই ফোনের ফ্রন্টে আছে একটি 13MP র ক্যামেরা। আর এই ফোনে আপনারা AI ছবি নিতে পারবেন।
আর এই ফোনে আপনারা এর সঙ্গে 4000mAh য়ের ক্ষমতা যুক্ত ব্যাটারি পাবেন। আর এর সগে আপনারা এতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টও পাবেন। আর এটি আপনারা USB টাইপ C পোর্টে পাবেন।
আমরা যদি এই ফোনের দাম দেখি তবে এটি আপনারা RMB 999 মানে 10,000 টাকায় কিনতে পারবেন। আর এতে আপনারা 4GB র্যাম আর 64GB স্টোরেজ পাবেন আর এই ফোনে এর সঙ্গে 6GB র্যাম আর 64GB স্টোরেজ অপশানও পাওয়া যাবে। আর এর দাম RMB 1,199 মানে প্রায় 12,000 টাকা। আর শুধু তাই না এই ফোনের 6GB র্যাম আর 128GB স্টোরেজের দাম RMB 1,399 টাকা মানে প্রায় 14,000 টাকা বলা হয়েছে।
আর এই Redmi Note 8 Pro ফোনে আপনারা একটি 6.53 ইঞ্চির স্ক্রিন পাবেন। এই ফোনে আপনারা 3D কার্ভড গ্লাস পাবেন। আর এই ফোনে নতুন জেড গ্রিন কালারে আসবে। আর এই ফোনে আপনারা মিডিয়াটেক G90T গেমিং চিপসেট পাবেন।
রেডমি নোট 8 প্রো ফোনে আপনারা একটি 64MP র ক্যামেরা পাবেন আর এর সঙ্গে আপনারা একটি 20MP র সেলফি ক্যামেরা পাবেন। আর এই ফোনে আপনারা 4500mAh য়ের ব্যাটারি পাবেন।
আমরা যদি Redmi Note 8 Pro ফোনটি দেখি তবে এইউ ফোনে আপনারা 6GB র্যামের সঙ্গে 64GB স্টোরেজ পাবেন। আর এর দাম RMB 1399 মানে প্রায় 14,000 টাকা। আর এর সঙ্গে এই ফোনের 6GB র্যাম আর 128GB স্টোরেজের দাম RMB 1,599 মানে প্রায় 16,000 টাকা। আর এই ফোনের 8GB র্যাম আর 128GB স্টোরেজের দাম RMB 1,799 মানে প্রায় 18,000 টাকা।