48MP ক্যামেরার সঙ্গে আর ওয়াটার ড্রপ নচের সঙ্গে লঞ্চ হল Redmi Note 7
Xiaomi তাদের Redmi Note 7 স্মার্টফোনটি চিনে লঞ্চ করা হয়েছে আর আশা করা হচ্ছে যে এই ফোনটি ভারতে তাড়াতাড়ি ভারতে লঞ্চ করা হবে , আর এটি প্রথম বাজেট ফোন যা 48MP র ক্যামেরা অফার করছে
বৈশিষ্ট্য
- এটি প্রথম বাজেট ফোন যা 48MP র ক্যামেরা অফার করে।
- এই ফোনের ফ্রন্ট ক্যামেরাতে ওয়াটার ড্রপ নচ আছে।
- ভারতের বাজারে তাড়াতাড়ি লঞ্চ করা হতে পারে।
সাওমি বেজিং,য়ে অনুষ্ঠিত একটি ইভেন্টে Redmi Note 7 ফোনটি লঞ্চ করেছে। এই ফোনে 48MP র রেয়ার ক্যামেরা ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে। কোম্পানি ইভেন্টের সময়ে জানিয়েছে যে এবার রেডমি পোকো ব্র্যান্ড একটি আলাদা ব্র্যান্ড।
Redmi Note 7 ফোনটির দাম
সাওমি Redmi Note 7 স্মার্টফোনটি চিনে তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে আর এই ফোনের বেস মডেলের দাম RMB 999(প্রায় 10,400 টাকা)। আর এই ডিভাইসের দুটি মডেল 3GB/32Gb আর 4GB/64GB স্টোরেজ, দ্বিতীয় ভেরিয়েন্টটির দাম RMB 1,199 (প্রায় 12,500 টাকা) আর এই Redmi Note 7 ফোনটি 6GB র্যাম আর 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম RMB 1,399(প্রায় 14,500 টাকা) হতে পারে।
Redmi Note 7 ফোনটির স্পেসিফিকেশান
Redmi Note 7 প্রথম রেডমি ফোন যা ডিসপ্লে গ্লাস ব্যাক, ওয়াটার ড্রপ নচ আর ফ্রন্ট আর রেয়ার প্যানেল 2.5D গ্লাস যুক্ত। আর এই স্মার্টফোনটিতে 6.3 ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে আর এর পিক্সাল 2340×1080 FH+ রেজিলিউশান যুক্ত। আর এই ফোনের অ্যাসেপক্ট রেশিও 19:5:9 রাখা হয়েছে। আর এই স্মার্টফোনটিতে কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 660 SoC আছে, এটি অক্টা কোর প্রসেসার আর 14nm প্রসেসারে Kryo 260 কোর্স যুক্ত আর এই ডিভাইসে অ্যাড্রিনো 512GPU আছে।
এই ফোনের ডিজাইনের বিষয়ে যদি আমরা বলি তবে Redmi Note 7 ফোনটিতে বাজেট ডিভাইস যা 48MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ডিভাইসের ব্যাকে 48MP র স্যামসাং ক্যামেরা GM1 ইমেজ সেন্সার আছে। আর এই সেন্সারে 5MP র ডেপথ সেন্সার আছে। Redmi Note 7 ফোনের ফ্রন্টে 13MP র সিঙ্গেল ক্যামেরা আছে। আর Redmi Note 7 ফোনের ক্যামেরা সেটআপে AI ফিচার্স আছে আর এতে সিন রেকগজেশান AI পোট্রেড মোড আর AI বিউটি মোড আছে।
Redmi Note 7 ফোনের রেয়ার মাইন্ডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আছে আর এটি ব্লু, গোল্ড, টুইলাইট ব্ল্যাক কালার অপশানে আছে। আর কানেক্টিভিটিতে এই ফোনে Wi-Fi, ব্লুটুথ 5.0, GPS, IR ব্লাস্টার, একটি USB টাইপ C পোর্ট আর 3.5mm অডিও জ্যাক অফার করে। আর এই স্মার্টফোনে 4000mAh য়ের ব্যাটারি আছে। আর এই ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে পাওয়া যাবে বলে মনে হচ্ছে।