Redmi Note 7 য়ের গ্লোবাল ভেরিয়েন্টের বিষয়ে জানা গেছে

Updated on 30-Jan-2019
HIGHLIGHTS

2019 সালে লঞ্চ হওয়া Redmi Note 7 ফোনটির বিষয়ে আরও একবার আরও একটি লিওক খবর সামনে এল, রিপোর্ট অনুসারে কোম্পানি এবার টুইটারের মাধ্যমে এই বিষয়ে জানিয়েছে যে খুব তাড়াতাড়ি এটি ভারতে আসবে

বৈশিষ্ট্য

  • এই মাসে চিনে এই ফোনটি লঞ্চ হয়েছে
  • 48MP র ক্যামেরা যুক্ত ফোন এটি
  • 6.3 ইঞ্চির ডিসপ্লে আছে এই ফোনে

 

সাওমির ফ্ল্যাগশিপ ফোন redmi Nte7 চিনে এসেগেছে আর এই ফোনটি যে কারনে বারবার আলোচনার কেন্দ্রে থেকেছে তা হল এর 48MP র ক্যামেরা। আর এই ফোনে আপনারা এই ক্যামেরা পাবেন আর এই ফোনটি ভারতের বাজারে খুব তাড়াতাড়ি আসতে পারে। আর এই ফোনটির বিষয়ে এবার একটি মানে Redmi Not 7 য়ের গ্লোবাল ভেরিয়েন্টের বিষয়ে এবার কোম্পানি একটি খবর দিয়েছে।

Xiaomi র গ্লোবাল প্রবক্তা Donovan Sung একটি ছবিতে টুইট করেছেন যে Redmi Note 7 গ্লোবাল ভেরিয়েন্ট খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে। আর Redmi Note 7 ডিভাইসে ইউজার্সরা 4000mAh য়ের ব্যাটারি, 2.5D গ্লাস প্রোটেকশান আর 6.3 ইঞ্চির ডিসপ্লে দিয়েছেন।

https://twitter.com/donovansung/status/1090092688714526721?ref_src=twsrc%5Etfw

টুইটে লেখা আছে যে ‘Redmi Note 7, Stay Tuned’ লেখা আছে যা থেকে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে Redmi Note 7 ফোনটি গ্লোবাল ভেরিয়েন্ট খুব তাড়াতাড়ি আসবে। আর সম্প্রতি সাওমি র ইন্ডিয়া হেড manu kumar jain Redmi Note 7 ফোনটির ভারতে লঞ্চের বিষয়ে টিজার দিয়েছিলেন। দামের বিষয়ে যদি বলি তবে চিনের বাজারে সাওমি রেডমি নোট 7 ফোনটির দাম 999 ইউয়ান আর এই ফোনটির দাম প্রায় 10,300 টাকা আর এই ফোনের 3GB/32Gb র দাম এটি। আর সেখানে এই ফোনের 4GB/64GB র দাম 1,199 ইউয়ান মানে ভারতীয় মুদ্রায় 12,400 টাকা। আর Redmi Note 7 ফোনটির প্রিমিয়াম ভেরিয়েন্ট 6GB/64GB স্টোরেজের দাম 1,399 ইউয়ান মানে প্রায় 14,500 টাকা।

Redmi Note 7 ফোনটির স্পেশাল স্পেসিফিকেশান

ডুয়াল সিমের Redmi Note 7 MIUI 9 নির্ভর অ্যান্ড্রয়েড ওরিওতে চলে। আর এই ফোনে 6.3 ইঞ্চির ফুল HD+(1080x2340p) LTPS ডিসপ্লে আছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। স্ক্রিনের প্রোটেকশানের জন্য গোরিলা গ্লাস 5 আর 2.5D কার্ভড গ্লাস দেওয়া হয়েছে। স্পিড আর মাল্টিটাস্কিংয়ের জন্য 2.2GHz স্ন্যাপড্র্যাগন 660 অক্টা কোড় প্রসেসার আর 3GB আর 4GB 6GB র‍্যাম আছে।, আর এই ফোনের স্টোরেজ 32GB/64GB।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে দুটি রেয়ার ক্যামেরা আছে। LED ফ্ল্যাশের সঙ্গে সোণি IMX586 সেন্সার আছে যার অ্যাপার্চার f/1.8 আর সেকেন্ডারি ক্যামেরা 5MP র। আর এই ফোনের ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনটি কুইক চার্জ 4 সাপোর্ট করে। আর এই ফোনে কানেক্টিভিটির জন্য USB টাইপ C পোর্ট, 3.5মিলিমিটার অডিও জ্যাক 4 GB VoLTE ব্লুটুথ আর ওয়াই ফাই পাচ্ছে।

Connect On :