Redmi Note 7 য়ের গ্লোবাল ভেরিয়েন্টের বিষয়ে জানা গেছে

Redmi Note 7 য়ের গ্লোবাল ভেরিয়েন্টের বিষয়ে জানা গেছে
HIGHLIGHTS

2019 সালে লঞ্চ হওয়া Redmi Note 7 ফোনটির বিষয়ে আরও একবার আরও একটি লিওক খবর সামনে এল, রিপোর্ট অনুসারে কোম্পানি এবার টুইটারের মাধ্যমে এই বিষয়ে জানিয়েছে যে খুব তাড়াতাড়ি এটি ভারতে আসবে

বৈশিষ্ট্য

  • এই মাসে চিনে এই ফোনটি লঞ্চ হয়েছে
  • 48MP র ক্যামেরা যুক্ত ফোন এটি
  • 6.3 ইঞ্চির ডিসপ্লে আছে এই ফোনে

 

সাওমির ফ্ল্যাগশিপ ফোন redmi Nte7 চিনে এসেগেছে আর এই ফোনটি যে কারনে বারবার আলোচনার কেন্দ্রে থেকেছে তা হল এর 48MP র ক্যামেরা। আর এই ফোনে আপনারা এই ক্যামেরা পাবেন আর এই ফোনটি ভারতের বাজারে খুব তাড়াতাড়ি আসতে পারে। আর এই ফোনটির বিষয়ে এবার একটি মানে Redmi Not 7 য়ের গ্লোবাল ভেরিয়েন্টের বিষয়ে এবার কোম্পানি একটি খবর দিয়েছে।

Xiaomi র গ্লোবাল প্রবক্তা Donovan Sung একটি ছবিতে টুইট করেছেন যে Redmi Note 7 গ্লোবাল ভেরিয়েন্ট খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে। আর Redmi Note 7 ডিভাইসে ইউজার্সরা 4000mAh য়ের ব্যাটারি, 2.5D গ্লাস প্রোটেকশান আর 6.3 ইঞ্চির ডিসপ্লে দিয়েছেন।

টুইটে লেখা আছে যে ‘Redmi Note 7, Stay Tuned’ লেখা আছে যা থেকে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে Redmi Note 7 ফোনটি গ্লোবাল ভেরিয়েন্ট খুব তাড়াতাড়ি আসবে। আর সম্প্রতি সাওমি র ইন্ডিয়া হেড manu kumar jain Redmi Note 7 ফোনটির ভারতে লঞ্চের বিষয়ে টিজার দিয়েছিলেন। দামের বিষয়ে যদি বলি তবে চিনের বাজারে সাওমি রেডমি নোট 7 ফোনটির দাম 999 ইউয়ান আর এই ফোনটির দাম প্রায় 10,300 টাকা আর এই ফোনের 3GB/32Gb র দাম এটি। আর সেখানে এই ফোনের 4GB/64GB র দাম 1,199 ইউয়ান মানে ভারতীয় মুদ্রায় 12,400 টাকা। আর Redmi Note 7 ফোনটির প্রিমিয়াম ভেরিয়েন্ট 6GB/64GB স্টোরেজের দাম 1,399 ইউয়ান মানে প্রায় 14,500 টাকা।

Redmi Note 7 ফোনটির স্পেশাল স্পেসিফিকেশান

ডুয়াল সিমের Redmi Note 7 MIUI 9 নির্ভর অ্যান্ড্রয়েড ওরিওতে চলে। আর এই ফোনে 6.3 ইঞ্চির ফুল HD+(1080x2340p) LTPS ডিসপ্লে আছে আর এর অ্যাস্পেক্ট রেশিও 19:5:9। স্ক্রিনের প্রোটেকশানের জন্য গোরিলা গ্লাস 5 আর 2.5D কার্ভড গ্লাস দেওয়া হয়েছে। স্পিড আর মাল্টিটাস্কিংয়ের জন্য 2.2GHz স্ন্যাপড্র্যাগন 660 অক্টা কোড় প্রসেসার আর 3GB আর 4GB 6GB র‍্যাম আছে।, আর এই ফোনের স্টোরেজ 32GB/64GB।

ক্যামেরার ক্ষেত্রে এই ফোনে দুটি রেয়ার ক্যামেরা আছে। LED ফ্ল্যাশের সঙ্গে সোণি IMX586 সেন্সার আছে যার অ্যাপার্চার f/1.8 আর সেকেন্ডারি ক্যামেরা 5MP র। আর এই ফোনের ফ্রন্টে একটি 13MP র ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা 4000mAh য়ের ব্যাটারি পাবেন। আর এই ফোনটি কুইক চার্জ 4 সাপোর্ট করে। আর এই ফোনে কানেক্টিভিটির জন্য USB টাইপ C পোর্ট, 3.5মিলিমিটার অডিও জ্যাক 4 GB VoLTE ব্লুটুথ আর ওয়াই ফাই পাচ্ছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo