Redmi Note 13 সিরিজ খুব সম্ভবত শীঘ্রই লঞ্চ করতে চলেছে। এই সিরিজে থাকবে বহু প্রতীক্ষিত Redmi Note 13 Pro Plus। এছাড়া Redmi Note 13, Redmi Note 13 Pro তো থাকছেই।
তবে এবার লঞ্চের আগেই প্রকাশ্যে এল প্রিমিয়াম flagship ফোন Redmi Note 13 Pro Plus -এর একগুচ্ছ ফিচার। এক টিপস্টার এই ফোন লঞ্চের আগেই এটির ডিসপ্লে থেকে ক্যামেরা সব কিছু তথ্য ফাঁস করে দিয়েছে।
চাইনিজ টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশনের তরফে Weibo প্ল্যাটফর্মে জানানো হয়েছে Redmi Note 13 Pro Plus ফোনটিতে 200 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এছাড়া সেই রিপোর্টে আরও বলা হয়েছে যে এই ফোনের এই সেন্সরে 4 গুণ জুমের সুবিধাও পাওয়া যাবে। অর্থাৎ জুম করে ছবি তুললেও দুর্দান্ত সব ছবি তোলা যাবে তাও দারুন রেজোলিউশনে।
এছাড়া জানানো হয়েছে Redmi Note 13 Pro Plus ফোনটিতে কার্ভড এজ ডিসপ্লে থাকবে। যদি এটা সত্যি হয় তাহলে এটিই প্রথম Redmi ফোন হবে যেখানে এমন ডিসপ্লে দেখা যাবে। একই সঙ্গে জানানো হয়েছে এই Redmi Note 13 Pro Plus ফোনটির ডিসপ্লেতে 1.5K রেজোলিউশন সহ 120 Hz রিফ্রেশ রেট থাকবে।
তবে কেবল ক্যামেরা বা ডিসপ্লে নয়, এই টিপস্টার জানিয়েছেন যে এই ফোনের ব্যাটারি কেমন হবে। 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 5000mAh ব্যাটারি থাকবে Redmi Note 13 Pro Plus ফোনটিতে। অর্থাৎ অত্যন্ত দ্রুত গতিতে চার্জ হবে এই ফোন।
এই বিষয়ে বলে রাখা ভাল Redmi Note 12 Pro Plus ফোনটিতে কিন্তু 120W ফাস্ট চার্জিং -এর সুবিধা সহ 4980mah ব্যাটারি ছিল। অর্থাৎ সেই তুলনায় আরও ভাল হতে চলেছে Redmi Note 13 Pro Plus -এর ব্যাটারির মান।
অন্যদিকে Xiaomi এর তরফে সদ্যই দেশে দুটো ফোন লক করেছে। এই ফোন দুটি হল Redmi 12 5G এবং Redmi 12 4G। এই দুটোই হল এন্ট্রি লেভেল ফোন।
Redmi 12 5G এবং Redmi 12 4G -এর মধ্যে সমস্ত ক্ষেত্রেই মিল আছে কেবল দুটির প্রসেসর আলাদা। 4G মডেল চলে MediaTek Helio G88 প্রসেসরের সাহায্যে আর 5G মডেলে আছে Qualcomm প্রসেসর।
Redmi 12 4G ফোনটির দাম শুরু হচ্ছে 8,999 টাকা থেকে। এই দামে 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ মডেল কেনা যাবে। 10,499 টাকার বিনিময়ে পাবেন 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল। Flipkart থেকে এখন কেনা যাচ্ছে এই ফোন।
Redmi 12 5G ফোনটির 4 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেলের দাম 10,999 টাকা। অন্যদিকে 12,499 এবং 14,499 টাকায় যথাক্রমে কেনা যাবে 6 GB RAM এবং 128 GB ইন্টারনাল স্টোরেজ এবং 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত মডেল।